মেসির সঙ্গে অবসর নেওয়ার ইচ্ছা সুয়ারেজের

ইন্টার মায়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ জানিয়েছেন, দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে তিনি অবসর নিতে ভালোবাসবেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, কোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ অন্যের ওপর নির্ভরশীল নয়। ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষে তাদের চুক্তি শেষ হবে, এবং সুয়ারেজ আপাতত বর্তমান মৌসুমে দলের উন্নয়নে মনোযোগী।

মায়ামিতে খেলা লুইস সুয়ারেজ জানিয়েছেন, দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসির সঙ্গেই অবসর নিতে চান তিনি। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, কোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ অন্যের ওপর নির্ভরশীল নয়।



মঙ্গলবার (১৯ আগস্ট) সুয়ারেজ বলেন, 'আমরা দু’জনই এখন যথেষ্ট বয়স্ক। আমাদের প্রত্যেকেই নিজের মতো করে সিদ্ধান্ত নেব—যেটা আমাদের ব্যক্তিগত কল্যাণের জন্য সঠিক হবে।আমার ক্ষেত্রে, আমি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমি শুধু বলতে পারি, আমি তার সঙ্গে অবসর নিতে ভালোবাসব, কারণ আমরা বহু বছর ধরে একসঙ্গে অবসর নেওয়ার কথা বলেছি। এটা হতে পারে, আবার নাও হতে পারে। সবকিছু নির্ভর করছে আমার নবায়ন, তার নবায়ন এবং সঠিক সময়ে আমাদের নিজ নিজ সিদ্ধান্তের ওপর।'

২০২৫ এর এমএলএস মৌসুম শেষে মেসি ও সুয়ারেজ উভয়ের সঙ্গেই ইন্টার মায়ামির চুক্তির মেয়াদ শেষ হবে। ইএসপিএনের সূত্র নিশ্চিত করেছে যে, ক্লাব ও মেসির মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং উভয় পক্ষই মাঠে ও মাঠের বাইরে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী।

ভবিষ্যৎ নিয়ে এখনই সিদ্ধান্ত না নিয়ে সুয়ারেজ বর্তমানেই মনোযোগী হতে চান। তিনি ইন্টার মায়ামির উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, 'আমি খুশি, শারীরিকভাবে ভালো লাগছে, দলকে সাহায্য করছি। ক্লাব যদি চায়, তাহলে কোনো সমস্যা হবে না। গুরুত্বপূর্ণ হলো আমরা দু’জন একই পথে আছি, ইন্টার যেন ক্লাব হিসেবে আরও বড় হয়, ভালো খেলোয়াড় আনে, আর লিগটিও যেন আরও এগিয়ে যায়। বছরের শেষে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা এখনই বলা যায় না। ফুটবলে পরিকল্পনা থাকে, কখনও সফল হয়, কখনও ব্যর্থ। আপাতত আমি ইন্টার মায়ামিতে এই সময়টা উপভোগ করছি, তারপর দেখা যাবে।'

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ টাইগ্রেস ইউএএনএল'র বিপক্ষে। লিগস কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কোচ হাভিয়ের মাশচেরানো জানিয়েছেন, এই ম্যাচে মেসির প্রথম একাদশে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। চোট সমস্যার জন্য আলাদাভাবে অনুশীলন করছেন তিনি।

গত শনিবার (১৬ আগস্ট) এলএ গ্যালাক্সির বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন মেসি। সেই ম্যাচে একটি গোল ও অ্যাসিস্ট করেন তিনি। তবে মাশচেরানো জানিয়েছেন, খেলার সময় মেসি শতভাগ ফিট অনুভব করেননি।

এ ব্যাপারে মায়ামির কোচ বলেন, 'লিও দলের সঙ্গে অনুশীলন করেনি, আলাদাভাবে করেছে। খেলায় যে অস্বস্তি অনুভব করেছিল, সেটা এখনো আছে। কালকের অনুশীলনের পর দেখা যাবে কী হয়। তবে তাকে এখনো বাদ দেওয়া হয়নি। সে খেলবে কি না—এখনই বলা সম্ভব নয়। সবকিছু নির্ভর করছে তার অনুভূতির ওপর।'

ইন্টার মায়ামি ২০২৩ সালে প্রথম লিগস কাপ জিতেছিল, যেখানে তারা ন্যাশভিল এসসিকে টাইব্রেকারে হারিয়ে ট্রফি তুলে ধরে।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এআই নির্মিত চলচ্চিত্রে ক্ষোভ উগড়ে দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ Aug 20, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে : টুকু Aug 20, 2025
img
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ Aug 20, 2025
img
গণঅভ্যুত্থানের শিক্ষাই হলো জাতির সাথে প্রতারণা না করা: আযম খান Aug 20, 2025
img
ট্রাম্পের নিষেধ অমান্য করলেই মিলবে ৫ শতাংশ ছাড়! Aug 20, 2025
img
খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি Aug 20, 2025
img
জামায়াত নির্বাচনের জন্য প্রস্তুত: আবদুল হালিম Aug 20, 2025
img
ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫০৯, হল সংসদে ১১০৯ মনোনয়নপত্র জমা Aug 20, 2025
img
মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ Aug 20, 2025
img
লিগস কাপের কোয়ার্টারে মাঠে নামছে মায়ামি, মেসিকে ঘিরে অনিশ্চয়তা Aug 20, 2025
img
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি Aug 20, 2025
img
জুলাই সনদ নিয়ে মতামত জমাদানের সময় বাড়ল Aug 20, 2025
img
ভোটের মাঠে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে চায় এবি পার্টি Aug 20, 2025
img
মাদকবিরোধী প্রচারে নেমে উল্টো সমালোচনার মুখে আলিয়া ভাট Aug 20, 2025
img
সাহসী চরিত্রে অভিনয়ের ক্রেডিট আমার স্বামীর : সাদিয়া Aug 20, 2025
img
ফৌজদারি মামলায় অভিযুক্ত মন্ত্রীদের বরখাস্তে নতুন আইন প্রস্তাব করল ভারত সরকার Aug 20, 2025
img
মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার অংশ নিলেন ফিলিস্তিনি মডেল Aug 20, 2025
img
দুধ বিক্রেতা দিনের পর দিন শ্লীলতাহানি করতেন : ভারতী Aug 20, 2025
img
সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এবারের চলচ্চিত্র বাছাই করা হয়েছে : তথ্য উপদেষ্টা Aug 20, 2025
img
সমালোচনা ও পদত্যাগ দাবিকে স্বাভাবিকভাবেই নিলেন ক্যাবরেরা Aug 20, 2025