লোকেশ কানাগরাজ বর্তমানে দক্ষিণী ছবির জগতে যেন এক ঝড়। ‘বিক্রম’-এ কমল হাসান, ‘কুলি’-তে রজনীকান্ত—দুই কিংবদন্তির সঙ্গেই কাজ করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে, এই দুই তারকাকে একসঙ্গে নিয়ে আসতে পারেন লোকেশ। তবে এটিকে তিনি নিজেই বলছেন “হিমালয়ান টাস্ক”।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লোকেশ জানান, “আমি কেউ না এই উদ্যোগ নেওয়ার মতো। কিন্তু যদি রজনী স্যার আর কমল স্যার নিজেরা সিদ্ধান্ত নিয়ে আমাকে ডাকেন, আমি সব কাজ ছেড়ে দিয়ে চলে যাব। সিদ্ধান্তটা ওনাদের দিক থেকেই আসতে হবে।”
পরিচালকের মতে, এই দুই মহাতারকাকে একসঙ্গে পর্দায় আনা মানেই বিশাল বাজেট, একইসঙ্গে এমন এক কাহিনি নির্মাণ করতে হবে যা তাদের উত্তরাধিকারকে সম্মান জানাতে পারে।
যদিও ভক্তদের স্বপ্ন বহুদিনের—রজনীকান্ত আর কমল হাসানকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখা। লোকেশের মন্তব্যে সেই আশায় যেন নতুন আলো জ্বলে উঠল। যদি এই প্রজেক্ট বাস্তবায়িত হয়, তবে ভারতীয় সিনেমার ইতিহাসে সেটি হবে সবচেয়ে বড় ঘটনা।
এসএন