নির্বাচন কমিশনকে (ইসি) নয় দফা প্রস্তাব দিয়েছে এবি পার্টি। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে প্রস্তাব করেছে দলটি। বিশেষ করে নিরাপত্তা, নির্বাচনী ব্যয় এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।
বুধবার (২০ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।
স্কুল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ
তিনি বলেন, এবি পার্টি মনে করে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নির্বাচনী স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগানো যেতে পারে। এর পক্ষে যুক্তি হলো, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে চমৎকার ভূমিকা পালন করেছে। এই তরুণরা ভোটার না হলেও তাদের নৈতিক আবেদন সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্বাচন কমিশন এই প্রস্তাবকে একটি ভালো আইডিয়া হিসেবে প্রশংসা করেছে।
নির্বাচনী ব্যয়ের সংস্কার
নির্বাচনী ব্যয় কমানোর জন্য এবি পার্টি তিনটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলো হলো- পোস্টার মুদ্রণ, জনসভা ও ভোটারদের যাতায়াত।
পোস্টার মুদ্রণ : প্রার্থীরা যেন যত্রতত্র পোস্টার না লাগিয়ে পরিবেশের ক্ষতি না করে, সেজন্য নির্বাচন কমিশন নিজেই প্রার্থীদের পোস্টার ছাপানোর দায়িত্ব নিতে পারে। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি প্রার্থীদের খরচও কমবে।
জনসভা : বড় জনসভা ও মিছিলের খরচ এবং সহিংসতা কমাতে এই বিষয়ে বিকল্প ভাবনা প্রয়োজন।
ভোটারদের যাতায়াত : ভোটারদের ভোটকেন্দ্রে আনা-নেওয়ার খরচ প্রার্থীরা যেন বহন না করে, সেজন্য ইসি শাটল সার্ভিস চালু করতে পারে। এ ছাড়া, পোলিং এজেন্টদের খাবার ও নাস্তার ব্যবস্থা করার জন্যও ইসিকে অনুরোধ করা হয়েছে। এতে মধ্যবিত্ত প্রার্থীরাও সততার সঙ্গে নির্বাচনে অংশ নিতে পারবেন।
উন্মুক্ত স্থানে ভোটকেন্দ্র
ভোটকেন্দ্রগুলো রুমের ভেতর না করে মাঠের মতো উন্মুক্ত স্থানে করার প্রস্তাব দিয়েছে এবি পার্টি। এতে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং ভোট চুরি বা বাক্স চুরির মতো অনিয়ম প্রতিরোধ করা সহজ হবে। সাংবাদিকরা সহজেই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।
প্রবাসী ও দ্বৈত নাগরিকদের ভোটাধিকার
দ্বৈত নাগরিকরা যেন নির্বাচনে প্রার্থী হতে পারেন, সেই বিষয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে এবি পার্টি। এটি কার্যকর হলে ভালো ও যোগ্য প্রার্থীরা রাজনীতিতে আসবেন। একই সাথে, প্রবাসীদের ভোটাধিকার নিয়েও আলোচনা হয়েছে।
লেভেল প্লেয়িং ফিল্ড ও বর্তমান পরিস্থিতি
এবি পার্টি বিশ্বাস করে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে কিছু উদ্বেগ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব। তবে এর জন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন, তাদের উদ্বেগকে এবি পার্টি বৈধ মনে করে।
ইউটি/টিএ