বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দীর্ঘদিনের পরিচালক মাহবুব আনাম আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না। দুই যুগেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেট পরিচালনায় সক্রিয় থেকে নানা ভূমিকায় দায়িত্ব পালন করেছেন তিনি। তবে আগামী অক্টোবরের নির্বাচনে আর প্রার্থী হচ্ছেন না বলে নিশ্চিত করেছেন বিশ্বস্ত একটি সূত্র।
সর্বশেষ নির্বাচনে জয়ী হয়ে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান মোহামেডানের সাবেক এই ক্রিকেটার। পরবর্তীতে হাই পারফরম্যান্স, টেন্ডার ও পারচেজ কমিটিসহ সম্প্রতি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব নিয়েছেন তিনি। দায়িত্বে থেকে বিপিএল নতুন করে সাজানোর কাজও শুরু করেছিলেন।
তবে বোর্ড সভাপতির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নাম থাকলেও নির্বাচনে অংশ না নেওয়ায় সে সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে। একদিকে গ্রাউন্ডসের মান উন্নয়ন না হওয়া নিয়ে দীর্ঘদিন সমালোচনার মুখে পড়েছেন তিনি। অন্যদিকে সাম্প্রতিক সময়ে দুদকের জিজ্ঞাসাবাদ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার মতো বিতর্কে জড়ানোয় তাঁর নির্বাচনে অংশ না নেওয়ার কারণ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
১৯৮৫ সালে খেলোয়াড়ি জীবন শেষে মোহামেডানের প্রতিনিধি হয়ে সিসিডিএমে কাজ শুরু করেছিলেন মাহবুব আনাম। ২০০১ সালে বিসিসিবির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়ে যোগ দেন বোর্ডে। এরপর দীর্ঘ সময় বিসিবির সাধারণ সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন কমিটিতে নেতৃত্ব দেন তিনি।
এফপি/ টিএ