কবিতা আর আতঙ্ক—দুই বিপরীত স্রোতকে এক সুতোয় গেঁথে তৈরি হয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘বহুরূপ’। মুক্তির আগে প্রকাশিত ট্রেলার ইতিমধ্যেই দর্শকের কৌতূহল তুঙ্গে তুলেছে। এখানে একসঙ্গে দেখা মিলছে রহস্য, রোমাঞ্চ আর ভয়ঙ্করের।
ছবির কেন্দ্রে অভিনেতা সোহম চক্রবর্তী। এবার তিনি একসঙ্গে সাতটি ভিন্ন রূপে হাজির হচ্ছেন—ভিখারি, প্রেমিক থেকে শুরু করে এমনকি বৃহন্নলা চরিত্রেও। নামের মতোই সত্যিকারের বহুরূপী হয়ে উঠেছেন সোহম। প্রতিটি চরিত্রের মাধ্যমে একেকটি অচেনা সত্তা সামনে এসেছে, আর সেখানেই দর্শক পেয়েছেন শিহরণ।
কাহিনি ঘোরে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে। শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে—কোথাও মেলে মস্তকবিহীন দেহ, কোথাও প্রাণহীন নারী কিংবা শিশুর নিথর শরীর। প্রতিটি হত্যাস্থলে রয়ে যায় কিছু রহস্যময় কবিতার পঙক্তি, যেন মৃত্যুর সঙ্গে লেখা হচ্ছে একেকটি অশুভ কবিতা।
পুলিশের তৎপরতায় ধরা পড়ছে না খুনি। প্রশ্ন জেগে ওঠে—সে কি কবি, অভিনেতা, নাকি এক বহুরূপী দানব? এই জটিলতা নিয়েই এগোতে থাকে ছবির গল্প।
সোহমের সঙ্গে অভিনয়ে আছেন ইধিকা পাল, যিনি তার আবেগঘন অভিনয়ে কাহিনিকে দিয়েছে আলাদা মাত্রা। আরও আছেন লোকনাথ দে, কামলেশ্বর মুখার্জি আর দেবলিনা দত্ত, যারা নিজেদের শক্তিশালী উপস্থিতিতে গল্পকে করেছে আরও ভারী।
পরিচালনা করেছেন আকাশ মালাকার। প্রযোজনায় এসবি ফিল্মস ও রুক্মিণী এন্টারটেইনমেন্ট। আগামী ২৯ আগস্ট ২০২৫-এ মুক্তি পাচ্ছে ‘বহুরূপ’।
সাতটি চরিত্রে সোহমের ভয়জাগানো উপস্থিতি আর কবিতার আবরণে লুকিয়ে থাকা আতঙ্ক—সব মিলিয়ে সিনেমাটি হয়ে উঠতে চলেছে ব্যতিক্রমী এক থ্রিলার।