প্রযোজক বনি কাপুর অবশেষে নিশ্চিত করলেন বহু প্রতীক্ষিত ‘নো এন্ট্রি ২’ আসছে নতুন রূপে, নতুন মুখ নিয়ে। এবারে মূল চরিত্রে থাকছেন অর্জুন কাপুর ও বরুণ ধাওয়ান। পাশাপাশি কৌতুকের দলে যোগ দিতে পারেন দিলজিৎ দোসাঞ্জও।
তবে ভক্তদের জন্য দুঃখের খবর হলো—প্রথম ছবিকে কালজয়ী করে তোলা মূল ত্রয়ী সালমান খান, অনিল কাপুর ও ফেরদিন খান থাকছেন না এই সিক্যুয়েলে। তাঁদের অনুপস্থিতি ঘিরে এক ধরনের শূন্যতা থেকেই যাবে বলে স্বীকার করেছেন প্রযোজক নিজেই।
বনি কাপুর জানিয়েছেন, “আমাদের ক্ষতি হয়েছে এই কারণে যে আগের তারকাদের ধরে রাখতে পারিনি। প্রায় ৮-১০ বছর অপেক্ষা করেছি, কিন্তু কাজ হয়নি। আমরা তাঁদের ভীষণভাবে মিস করব।”
তবে নতুন প্রজন্মের তারকারা ছবিতে আনবেন অন্য রকম এনার্জি, যা একে একেবারেই নতুনভাবে উপস্থাপন করবে দর্শকের সামনে।
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘নো এন্ট্রি’ ছিল ভরপুর হাসি-ঠাট্টার ছবি, যা বক্স অফিসে সুপারহিট হয়ে উঠেছিল। সেই ছবির জুটি—সালমান, অনিল ও ফেরদিনের কেমিস্ট্রি আজও দর্শকের মনে অমলিন। তাই স্বাভাবিকভাবেই নতুন কাস্টকে ঘিরে কৌতূহল যেমন আছে, তেমনি খানিক শঙ্কাও রয়ে গেছে।
সব মিলিয়ে ‘নো এন্ট্রি ২’ হতে যাচ্ছে পুরনো স্মৃতির ছায়ায় তৈরি এক নতুন কৌতুক যাত্রা, যেখানে থাকবে তরুণদের প্রাণচাঞ্চল্য কিন্তু থাকবে না প্রথম ছবির অমর ত্রয়ী।
এফপি/ টিএ