বলিউডপ্রেমীদের জন্য সুখবর—অবশেষে ফিরছে ‘আপনে ২’, যেখানে আবারও একসঙ্গে দেখা যাবে দিওল পরিবারকে। পরিচালক অনিল শর্মা, যিনি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘আপনে’ নির্মাণ করেছিলেন, তিনি নিশ্চিত করেছেন সিক্যুয়েলের চিত্রনাট্য সম্পূর্ণ। যদিও এটি তাঁর আগামী প্রকল্প নয়, তবে ছবিটি নির্মাণ তালিকায় দৃঢ়ভাবে রয়েছে।
পরিবারকেন্দ্রিক আবেগঘন এই নাটকীয় ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে ধরা দিয়েছিলেন ধর্মেন্দ্র, সানি দিওল ও ববি দিওল। সিক্যুয়েলেও থাকছে সেই আসল টান, বাস্তব জীবনের বাবা-ছেলের সম্পর্ককে নতুনভাবে পর্দায় বুনে দেওয়া হবে।
পরিচালক জানিয়েছেন, দিওল পরিবারকে রাজি করাতে কোনো কষ্টই করতে হয়নি। গল্প শোনার পর সবাই সমানভাবে উচ্ছ্বসিত হয়েছেন। এমনকি ধর্মেন্দ্র নিজেই গল্প শুনে চোখের জল ফেলেছেন।
বর্তমানে সানি দিওল বক্স অফিসে ধারাবাহিক সাফল্যে ভাসছেন, অন্যদিকে ববি দিওল শক্তিশালী অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন। ফলে আশা করা হচ্ছে, ‘আপনে ২’ শুধু আগের আবেগকেই বহন করবে না, বরং নতুন প্রজন্মকেও স্পর্শ করবে।
প্রথম ছবিটি বলিউডে পরিবারকেন্দ্রিক আবেগঘন নাটকের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছিল। এবার সেই উত্তরাধিকার আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত দিওল পরিবার।
এফপি/টিএ