ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ষোলঘরে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে একটি প্রাইভেটকার। ঢাকামুখী বেপরোয়া গতির প্রাইভেটকারটিতে চারজন ছিলেন।
এ ঘটনায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন জানিয়ে সফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহত দুই জন এবং আহত বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কেএন/এসএন