বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না। এসব চিন্তাভাবনা বাদ দিতে হবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না।
বুধবার (২০ আগস্ট) বিকেলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মাধবদী এসপি স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন, তারা লাভবান হতে পাবেন না। স্বৈরাচার সরকারের আমলে দিনের ভোট রাতে হয়ে গেছে, আমি আর ডামি ভোটও হয়েছে কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। দেশের মানুষ মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য।
খায়রুল কবির খোকন বলেন, আমরা আজ একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, তাহমিদ ও মাধবদীর সুমন-শাওনসহ যারা জীবন দিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ রাজীবের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইলতুৎমিস সওদাগর এ্যানী। উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়েরুল ইসলাম, মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম ভূঁইয়া প্রমুখ।
সভা শেষে বর্ণাঢ্য র্যালিটি মাধবদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাচ্যের ম্যানচেস্টার মোড়ে গিয়ে শেষ হয়।
পিএ/এসএন