বুধবার (২০ আগস্ট) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে মুক্তি পেয়েছে আরিয়ান খানের প্রথম সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’য়ের প্রথম টিজার। অনুষ্ঠানে আরিয়ান ছাড়াও ছিলেন তার বাবা শাহরুখ খান, সিরিজের প্রযোজক মা গৌরি খান। এ অনুষ্ঠানে নানা প্রসঙ্গে কথা বলেন শাহরুখ।
এই মঞ্চে শাহরুখের একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছে। কারণ বলিউড বাদশাহ বলেছিলেন, ভবিষ্যতে তিনি আর সিনেমায় কাজ না করতে পারলে তার ছেলেই হবেন একমাত্র ভরসা।
শাহরুখে বয়স এখন ৬০ ছুঁই ছুঁই। তাই নায়ক মনে করেন, একটা সময়ে আর তার কাছে ছবিতে অভিনয় করার সুযোগ আসবে না; তাই সে সময় আরিয়ানের পরিচালিত ছবিতেই তিনি অভিনয় করবেন।
শাহরুখ বলেছিলেন, ‘ও (আরিয়ান) হলো আমার ভবিষ্যতের আস্থা। যখন বড় পরিচালকেরা আর আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।’
ছেলের এ অভিষেক নিয়ে শাহরুখ খান আরও বলেন, ‘আরিয়ান তার গল্পকে যেভাবে সাহসের সঙ্গে ফুটিয়ে তুলেছে, সেটি গর্বের ব্যাপার। এই গল্পে যেমন তীক্ষ্ণতা আছে, তেমনি আত্মসচেতনতা। আমি বিশ্বাস করি, দর্শকেরা এর ভেতরের আবেগের সঙ্গে যেমন যুক্ত হবেন, তেমনি উপভোগ করবেন এর স্টাইলও।’
এসএন