কিছুদিন আগে ভাস্কো দা গামার বিপক্ষে ৬–০ গোলের বড় ব্যবধানে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছে নেইমারের সান্তোস। এটা নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার। ম্যাচ শেষে তাই আবেগ সামলাতে পারেননি নেইমার দ্য সিলভা জুনিয়র। মাঠে বসেই কাঁদতে শুরু করলেন ব্রাজিল তারকা। কয়েকজন এগিয়ে এসে চেষ্টা করলেন সান্ত্বনা দিতে। ব্রাজিলিয়ান লিগ সিরি আ’র এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নেইমারের দল।
ভাস্কো দাগামার বিপক্ষে ৬-০ গোলে হারের ঘণ্টাখানেক পর বরখাস্ত করা হয়েছে স্যান্টোস কোচকে। এই হারে ক্ষুব্ধ ক্লাবটির সমর্থকরা। নেইমারদের অনুশীলনের পরও আছড়ে পড়ল তাদের বিক্ষোভ। ক্লাবের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন তারা।
ক্লাব কর্তাদের পদত্যাগের দাবিতে সোচ্চার হন সমর্থকরা। নেইমার ও অন্যান্য প্লেয়াররাও তাদের মুখোমুখি হন। ৩৩ বছর বয়সি তারকাকে উদ্দেশ্য করে তারা বলেন, ‘আপনি কাঁদলে দলের মনোবল কোথায় থাকবে?’ সব প্লেয়ারদের তারা বলেন, ‘আপনাদের গালে চড় মারা উচিত।’
নেইমাররা ঠান্ডা মাথাতেই সমর্থকদের মুখোমুখি হন। তিনিও বলেন, ‘আমি খুব হতাশ। আপনাদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার হয়েছে। কিন্তু হিংসাত্মক কিছু করবেন না। আমাদের অপমান করুন। আমরা নিজেরাও লজ্জিত। ক্যারিয়ারে এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে কখনও যাইনি।’
ইউটি/ টিএ