২০২৩ সালের ৯ মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২১ আগস্ট) এই আবেদন মঞ্জুর করেন আদালত।
পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে বিচারপতি মুহাম্মদ শফি সিদ্দিকী এবং মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চ আজ আবেদনগুলোর শুনানি পুনরায় শুরু করে।
পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের পক্ষে ব্যারিস্টার সালমান সফদার উপস্থিত ছিলেন, আর পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি রাষ্ট্রপক্ষে ছিলেন।
পিটিআই তাদের এক্স পোস্টে ইমরান খানের জন্য বিজয় হ্যাশট্যাগ ব্যবহার করে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে, লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত দাঙ্গার সাথে সম্পর্কিত মামলায় ইমরানের জামিন প্রত্যাখ্যান করেন।
কারাবন্দি পিটিআই নেতার সেই আবেদন ২৪ জুন লাহোর হাইকোর্ট (এলএইচসি) প্রত্যাখ্যান করে। পরবর্তীতে কয়েকদিন পরে, ইমরান সুপ্রিম কোর্টে আবারও আবেদন করেন।
গত দুই বছরেরও বেশি সময় ধরে বেশ কয়েকটি দুর্নীতি মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।
সূত্র: ডন