চিত্রনায়ক শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। অবকাশ যাপনের এই সময়টাতেও সামাজিক মাধ্যমে দেশের সঙ্গে যুক্ত রয়েছেন। গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকীতে শোক প্রকাশ করে আলোচনা ও সমালোচনায় আসেন। তবে এর ব্যাখ্যা তিনি দিয়েছেন।
এবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে স্মরণ করলেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। গতকাল বুধবার ২০ আগস্ট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪ তম মৃত্যুবার্ষিকী ছিল। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে। তাঁর স্মৃতিকে ধরে রাখতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে ম্যুরাল স্থাপন, সড়ক ও গ্রামের নামকরণ এবং ২০০৮ সালে নরসিংদীর রায়পুরা উপজেলার নিজ গ্রামে প্রতিষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানরা থাকুক আমাদের চিন্তায়-চেতনায়, মননে, ভালোবাসায় এবং প্রেরণায়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর মৃত্যুবার্ষিকীতে জানাই শ্রদ্ধা।
এর আগে এক সাক্ষাৎকারে শাকিব বলেন, দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত।
যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের নিয়ে বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত।
ইএ/এসএন