আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি: শাকিব খান

নায়করাজ রাজ্জাককে হারানোর ৮ বছর আজ (২১ আগস্ট)। ২০১৭ সালের এদিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। শাকিব খান প্রায়ই বলেন, নায়করাজ রাজ্জাক তাঁর একজন অভিভাবক। শাকিবের অভিনয় ও ব্যক্তিজীবনের যেকোনো দুঃসময়ে তিনি ছায়ার মতো পাশে ছিলেন।

সাহস ও প্রেরণা জুগিয়েছেন। শাকিব খানের সেই অভিভাবক, বাংলাদেশি চলচ্চিত্রের অভিভাবক নায়করাজ রাজ্জাকের মৃত্যু দিনটিতে তাঁকে স্মরণ করে ফেসবুকে একটি স্মৃতিকথা লিখেছেন শাকিব খান।

আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে নায়করাজকে স্মরণ করে তিনি বলেন, ‘আপনাকে (নায়করাজ রাজ্জাক) গভীরভাবে অনুভব করি প্রতি পদে-পদে। শুধুই একজন অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি।



আপনার অভিনয়, হাসি চিরকাল বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে, ভালোবাসায়।’

সবশেষে তিনি বলেন, ‘আপনার প্রতি রইলো গভীর শ্রদ্ধা, চিরশান্তিতে থাকুন।’

বলা দরকার, নায়করাজ রাজ্জাকের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’, ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘১ টাকার বউ’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান।
১৯৪২ সালের ২৩ জানুয়ারি অবিভক্ত ভারতের কলকাতার কালীগঞ্জের নাকতলায় জন্ম নায়করাজ রাজ্জাকের।

মাত্র ৮ বছর বয়সে তিনি তার বাবা আকবর হোসেন ও মা নিসারুন্নেসাকে হারিয়েছিলেন। তিন ভাই-তিন বোনের সংসারে বড়রা তাকে বুঝতেই দেননি মা-বাবার শূন্যতা। তরুণ বয়সে অভিনয় করার লক্ষ্য নিয়ে বম্বে (মুম্বাই) চলে গিয়েছিলেন রাজ্জাক। প্রায় দুই মাস সেখানে ছিলেন। তবে স্বপ্ন থেকে যায় অধরা।

মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেন রাজ্জাক। ১৯৬৪ সালে স্ত্রী লক্ষ্মী ও ছেলে বাপ্পারাজকে নিয়ে কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। সেসময়ের ঢাকায় কেউ তার পরিচিত ছিল না।ঢাকাই পরিচালক আবদুল জব্বার খানের কাছে রাজ্জাককে যেন অভিনয়ে নেওয়া হয়- এমন একটি চিঠি লিখে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের নাট্যপরিচালক পীযুষ বসু। অচেনা এই শহরে সেই চিঠি নিয়ে দেখা করার পর আবদুল জব্বার খান কয়েকজন নামকরা পরিচালকের কাছে রাজ্জাককে পাঠিয়েছিলেন।

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি! তারপর আবদুল জব্বার খান রাজ্জাককে পাঠিয়েছিলেন ইকবাল ফিল্মসে। সেখান থেকে ১৯৬৬ সালে নির্মিত হয়েছিল ‘উজালা’। কামাল আহমেদ পরিচালিত এই সিনেমায় সহকারী পরিচালক হিসেবে রাজ্জাকের নতুন জীবন শুরু হয়। তবে তার মন পড়ে ছিল অভিনয়ে।

ছোট-ছোট চরিত্রে অভিনয় করে সিনেমার ক্যারিয়ার শুরু করেছিলেন রাজ্জাক। সেই সিনেমাগুলো হচ্ছে ‘ডাক বাবু’, ‘কার বউ’, ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’। এরপর ১৯৬৬ সালে জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ সিনেমায় অভিনেত্রী সুচন্দার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাজ্জাক। সিনেমাটি দর্শকের কাছে বেশ সমাদৃত হয়। রাজ্জাক নামটিও ছড়িয়ে পড়ে চারদিকে। তারপর অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

রাজ্জাক অভিনীত সিনেমার মধ্যে ‘কাগজের নৌকা’, ‘বেহুলা’, ‘আগুন নিয়ে খেলা’, ‘নীল আকাশের নীচে’, ‘আনোয়ারা’, ‘ময়নামতি’, ‘আগন্তুক’, ‘ক খ গ ঘ ঙ’, ‘জীবন থেকে নেয়া’, ‘পীচ ঢালা পথ’, ‘দর্পচূর্ণ’, ‘কাঁচ কাটা হীরা’, ‘দ্বীপ নেভে নাই’, ‘স্বরলিপি’, ‘স্মৃতিটুকু থাক’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘এরাও মানুষ’ প্রভৃতি উল্লেখযোগ্য।

ক্যারিয়ারে মোট ৫ বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এই নায়করাজ। ২০১৩ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

পূর্ণাঙ্গ প্যানেল করেছে বাগছাস, শীঘ্রই আসছে ঘোষণা Aug 21, 2025
উমামার নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা Aug 21, 2025
img
শেখ হাসিনাকে দিয়েই অভিযান শুরু করার দাবি ভারতীয় এমপির Aug 21, 2025
img
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন ডলারে উন্নীত Aug 21, 2025
img
রিপাবলিকান পার্টির পক্ষে ইলন মাস্ককে কাজ করার আহ্বান জেডি ভ্যান্সের Aug 21, 2025
img
খাবারের মান নয়, রণবীরের সিনেমার ১০০ কলাকুশলীর অসুস্থতার পেছনে অন্য কারণ Aug 21, 2025
img
আরেক মামলায় জামিন পেলেই মুক্ত হবেন ইমরান খান Aug 21, 2025
img
জাকসু নির্বাচনে ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭৩ প্রার্থী Aug 21, 2025
img
নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে: তারেক রহমান Aug 21, 2025
img
বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির সফর বাতিল Aug 21, 2025
img
গাইবান্ধায় শিবির নেতা হত্যার অভিযোগে ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা Aug 21, 2025
img
পাঠ্যপুস্তকে শেখ হাসিনার নাম গণহত্যাকারীর তালিকায় রাখার প্রস্তাব! Aug 21, 2025
img
ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়ছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা Aug 21, 2025
img
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে নতুন নীতিমালা করল ক্রীড়া মন্ত্রণালয় Aug 21, 2025
img
রোববার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে: ইসি সানাউল্লাহ Aug 21, 2025
img
ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধের দাবি Aug 21, 2025
img
ডাকসু প্রার্থীদের জন্য পাঁচটি কার্যক্রমে নিষেধাজ্ঞা Aug 21, 2025
img
পাকিস্তানের সঙ্গে বেশকিছু সমঝোতা স্বাক্ষর হবে : বাণিজ্য উপদেষ্টা Aug 21, 2025
img
ট্রাম্পের হুমকির মাঝেই মস্কোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি চায় ভারত Aug 21, 2025
img
শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’, আসছে চলতি ডিসেম্বরেই Aug 21, 2025