কয়েকদিন আগে বলিউডের রণবীর সিং এর সিনেমা ‘ধুরন্ধর’ এর শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রায় একশ কলাকুশলী। কারও বমি, কারও মাথাব্যথা আবার কেউ পেট ব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রথমে ধারণা করা হয়েছিল, প্রযোজনা সংস্থা বাজেট কমাতে নিম্নমানের খাবার দিয়েছে বা রান্নায় স্বাস্থ্যবিধি মানা হয়নি। কিন্তু প্রযোজনা সংস্থার একটি সূত্রের দাবি, খাবারে কম বাজেট নয়, অসুস্থ মুরগি খেয়ে এই হাল হয়েছে কলাকুশলীদের।
প্রযোজনা সংস্থার একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ‘ধুরন্ধর’ সিনেমাটি অন্যতম মেগা বাজেটের সিনেমা। তাই বাজেট কমিয়ে নিম্নমানের খাবার পরিবেশন করার প্রশ্নই উঠছে না। মূলত, লেহ নামের যে জায়গাতে শুটিং হচ্ছিলো, সেখানকার মুরগিগুলো অসুস্থ; টিম ‘ধুরন্ধর’ আউটডোর শুটিংয়ে গিয়ে সেই মুরগির মাংস খেয়েছে। যার ফলে অসুস্থ হয়ে পড়েছে তারা।
যদিও সেটা বার্ড ফ্লুয়ের সমস্যা কিনা, সেটা নিশ্চিত করেনি ওই ঘনিষ্ঠসূত্র। তবে ওই ব্যক্তির সংযোজন, সেটে কলাকুশলীদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে সবসময়ে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়। তাই যারা হাসপাতালে ভর্তি ছিল, তারা ফিরে শুটিংয়ে যোগ দিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
মাসখানেক ধরেই রণবীর সিং ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ে ব্যস্ত। সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল থেকে আর মাধবনের মতো তাবড় তারকাদের নিয়ে মেগাবাজেট ছবি। অতঃপর এই সিনেমা ঘিরে দর্শকদের কৌতূহল শুরু থেকেই তুঙ্গে। আর এমন সময়ে খাবারের কারণে অসুস্থতা নিয়ে তোলপাড় পড়ে গেল।
টিকে/