অবশেষে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত গান ‘ডেঞ্জার’, যা নিয়ে উচ্ছ্বাস ছড়িয়েছে বলিউডে। সুর, নাচ আর রঙিন আবহে ভরপুর এই গানে একসঙ্গে হাজির হয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী জাহ্নবী কাপুর।
গানটি কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি, পার্বতী মীনাক্ষী ও সাচিন-জিগার। কথার জাদু ছড়িয়েছেন গীতিকার অমিতাভ ভট্টাচার্য। আধুনিক বিটের সঙ্গে উৎসবের আবহ মিশিয়ে তৈরি করা এই সুর যেন হয়ে উঠেছে একেবারে উৎসবমুখর পরিবেশের সঙ্গীত।
ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন জানি মাস্টার। উজ্জ্বল রঙের ঐতিহ্যবাহী পোশাকে সিদ্ধার্থ ও জাহ্নবীকে দেখা গেছে প্রাণবন্ত নাচের ভঙ্গিতে। বিশেষ করে জাহ্নবীর লাল শাড়ি পুরো গানজুড়ে আলাদা এক আবেদন তৈরি করেছে, যা গানটির গীতিকেও প্রাণবন্ত করেছে।
বিশালের শক্তিশালী কণ্ঠস্বর আর সাচিন-জিগারের সজীব সুরে ‘ডেঞ্জার’ যেন হয়ে উঠেছে এক নিখুঁত উৎসবের অ্যান্থেম। গানটির শেষে দেখা যায় ছবির কয়েক ঝলক, যা দর্শকদের মনে জাগিয়েছে নায়ক-নায়িকার রসায়ন নিয়ে নতুন প্রত্যাশা।
সব মিলিয়ে, ‘প্যারাম সুন্দরী’র প্রতি ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে এই গানটি। ছবির মুক্তির অপেক্ষায় এখন আরও অস্থির হয়ে উঠছেন দর্শকরা।
এমকে/টিএ