সাল ২০১৪, ‘ফগলি’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ অভিনেত্রী কিয়ারা আদ্ভানির। বলিউডে তিনি কিয়ারা নামে পরিচিত হলেও তাঁর আসল নাম আলিয়া আদ্ভানি। কিন্তু অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তাঁর নাম যাতে কেউ গুলিয়ে না ফেলেন তাই তিনি নাম বদলে ফেলেন নিজের। কিন্তু নায়িকার নিজেই নিজের এই নামকরণের নেপথ্যে রয়েছে একটা বড় ঘটনা। কী সেই ঘটনা তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা চোপড়ার ছবি ‘আঞ্জানা আঞ্জানি’ দেখেই এই নামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন সিদ্ধার্থঘরনি। সেই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রের নাম ছিল কিয়ারা। তবে পছন্দ হলেও তা নিজের জন্য নয় বরং কন্যাসন্তান হলে তার নাম এই নামে রাখবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু যখন কিয়ারা বলিউডে পা রাখেন ততদিনে আলিয়া ভাট বেশ পরিচিতি পেয়ে গিয়েছে। তাঁর নাম প্রায় সবাই জানেন। এই অবস্থায় নিজের নাম আলিয়া আডবানি থেকে পরিবর্তন করে কিয়ারা আডবানি রাখেন তিনি। কারণ একটাই যাতে তাঁকে অন্য অভিনেত্রীর সঙ্গে গুলিয়ে না ফেলেন দর্শক। আর তাই হয়েছে।
উল্লেখ্য, ১৫ জুলাই তাঁর কোল জুড়ে এসেছে কন্যাসন্তান। অভিনেতা-স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জমিয়ে উপভোগ করছেন জীবনের এই নতুন ইনিংস। মাতৃত্বের এই জার্নি যে তাঁর কাছে ঠিক কতটা উপভোগ্য তা মাঝেমাঝেই বুঝিয়ে দিচ্ছে তিনি। যদিও এখনও সন্তানকে নিয়ে কনোরকম ছবি বা কোনও তথ্য কারও সঙ্গে ভাগ করেননি কিয়ারা। তবে একান্তে তিনি যে মাতৃত্বযাপন করছেন চুটিয়ে সেবিষয়ে কোনও সন্দেহ নেই।
এসএন