অভিনেতা স্বাধীন খসরু সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ব্যাপক সমালোচনার কবলে পড়েছেন। হুমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে জনপ্রিয় এই অভিনেতা নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি আপত্তিকর মন্তব্য করেছেন। তাঁর এই মন্তব্য ও মনোভাবকে নাটকপাড়ার মানুষরাও মেনে নিতে পারছেন না, হয়েছেন বিস্মিত। প্রকাশিত ঐ ভিডিওতে নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর কথা বলতে শোনা যায় স্বাধীন খসরুকে।
সুরকার প্রিন্স মাহমুদ স্বাধীন খসরুকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। যেখানে নাম উল্লেখ না করলেও স্বাধীন খসরুকে তুলোধুনো করেন। যদিও পরে প্রিন্স মাহমুদ সেই পোস্ট মুছে দিয়েছেন।
অনেকেই বলছেন, আওয়ামী লীগের কালচারাল এলিটরা যতই সাংস্কৃতিক সাজার চেষ্টা করুক না কেন,ঠিক টাইমে তাদের আসল চেহারা বের হয়ে আসে।
এই যেমন কি নোংরা ভাষায় কথা বলছেন এই স্বাধীন খসরু।
স্বাধীন খসরুর সেই ভিডিওর নিচে হৃদয় নামের একজন লিখেছেন, ভাই আপনি আমার একজন পছন্দের মানুষ অনেক পছন্দের এটা বলার ভাষা রাখে না তারপরও আপনাকে আমি বলব এত বছর হুমায়ূন আহমেদ স্যারের সাথে কাজ করে কি শিখলেন, কথাটা কি বলছি শরীর দিয়ে না মাথা দিয়ে চিন্তা করিয়েন, আর মানুষের কটুক্তি করা বন্ধ করেন।
শরীফুল নামের একজন লিখেছেন, মানুষের নৈতিকতা ও মূল্যবোধ যখন ধ্বংস হয় তখন সে যা খুশি তাই বলতে থাকে।
শাকিল শেখ নামের একজন বড় আকারে স্বাধীন খস্রুর পোস্টে মন্তব্য করেছেন।
তিনি লিখেছেন, ‘‘হুমায়ূন আহমেদ তার হিমু সিরিজের সে আসে ধীরে বইটি আপনাকে উৎসর্গ করে লিখেছিলেন,
'মৃত্যুর কাছাকাছি যাবার মত ঘটনা আমার জীবনে কয়েকবার এই ঘটেছে। একবারের কথা বলি। আমার হার্ট অ্যাটাক হয়েছে আমার হার্ট অ্যাটাক হয়েছে। আমাকে নেওয়া হয়েছে হৃদরোগ ইন্সটিটিউটে। আমি চলে গিয়েছি প্রবল ঘোরের মধ্যে, চারপাশের পৃথিবী হয়েছে অস্পষ্ট।
এর মধ্যেও মনে হচ্ছে হলুদ পাঞ্জাবি পড়া এক যুবক আমার পাশে বসে। কে সে? হিমু না-কি? আমি বললাম, কে? যুবক কাঁদো কাঁদো গলায় বললো, হুমায়ূন ভাই আমি স্বাধীন। আপনার শরীর এখন কেমন? শরীর কেমন জবাব দিতে পারলাম না আবারো অচেতন হয়ে পড়লাম। এক সময় জ্ঞান ফিরলো। হলুদ পাঞ্জাবি পড়া যুবক তখনো পাশে বসা। আমি বললাম, কে? যুবক কাঁপা কাঁপা গলায় বললো আমি স্বাধীন।
হিমুর এই বইটি স্বাধীনের জন্য। যে মমতা সে আমার জন্য দেখিয়েছে সেই মমতা তাঁর জীবনে বহুগুণে ফিরে আসুক- তাঁর প্রতি এই আমার শুভকামনা।
আপনি বৈদেশি হয়েই থাকুন এবং সুস্থ মস্তিষ্কে সাবলীল ভাষায় গঠনমূলক সমলোচনা হাসিঠাট্টা করুন। কিন্তু এরকম অশ্লীলতাকে পূঁজি করে না। এটা আমার ব্যক্তিগত মতামত।’’
এসএন