বলিউডে আসছে নতুন এক কমেডি ঢেউ—‘জামানা ক্যা কাহেগা’। উচ্চমাত্রার সিচুয়েশনাল এন্টারটেইনার ঘরানার এই ছবিতে একসঙ্গে হাজির হচ্ছেন তাপসী পান্নু, ফারদিন খান এবং পাঞ্জাবি সুপারস্টার অ্যামি ভির্ক। অদ্ভুত অথচ আকর্ষণীয় এই জুটিকে ঘিরেই শুরু হয়েছে আলোচনার ঝড়। ছবিটি লিখেছেন ও প্রযোজনা করছেন মুদাসসার আজিজ। আগামী সেপ্টেম্বরে শুটিং শুরু হবে, আর মুক্তি পাবে ২০২৬ সালে।
তাপসী পান্নু যেমন গম্ভীর ও চ্যালেঞ্জিং চরিত্রের পাশাপাশি হালকা মেজাজের ছবিতেও অভিনয় করে নিজেকে ভারসাম্যপূর্ণ করে তুলেছেন, ফেরদীন খানের সাম্প্রতিক প্রত্যাবর্তন দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে। অন্যদিকে, অ্যামি ভির্ক ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান পোক্ত করছেন, পাঞ্জাবি তারকা থেকে হয়ে উঠছেন এক ক্রসওভার সেনসেশন। তাদের তিনজনের রসায়নই এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে। শোনা যাচ্ছে, তাদের একসঙ্গে আগের কাজ ‘খেল খেল মে’ থেকেই এই নতুন আইডিয়ার জন্ম।
‘হ্যাপি ভ্যাগ জায়েগি’ ফ্র্যাঞ্চাইজির স্বাদ বহন করেই মুদাসসার আজিজের এই ছবিটি হাস্যরসে ভরপুর হবে। একের পর এক বাড়তে থাকা বিশৃঙ্খলা ও বিভ্রান্তির মধ্য দিয়ে এগোবে গল্প। আরও বড় চমক, ছবিটির মাধ্যমে পরিচালকের আসনে বসছেন জনপ্রিয় চিত্রগ্রাহক অমিত রায়, যিনি ‘ডানকি’ ও ‘অ্যানিম্যাল’-এ তাঁর ভিজ্যুয়াল দক্ষতায় দর্শককে মুগ্ধ করেছেন।
ভারত ও যুক্তরাজ্যে ইতিমধ্যেই শুটিং লোকেশন নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে এই এনসেম্বল-ড্রাইভেন কমেডি ছবিটি বুদ্ধিদীপ্ত সংলাপ আর ভিজ্যুয়াল ঝলকানিতে দর্শকদের মন জয় করবে বলেই আশা করছে বলিউড।
এসএন