রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা উদযাপনের ঘটনায় এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে ঘিরে শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুমতি না পাওয়ায় নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ হাতছাড়া করল কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। বেঙ্গালুরুর পরিবর্তে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ম্যাচগুলো এমনটাই নিশ্চিত করেছে আইসিসি।
আগামী ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। চলতি বছরের জুনে আইসিসি পাঁচটি ভেন্যুর তালিকা প্রকাশ করে ভারতের বেঙ্গালুরু, গৌহাটি, বিশাখাপত্তনম ও ইন্দোরের সঙ্গে শ্রীলঙ্কার কলম্বোকে রাখা হয়েছিল নিরপেক্ষ ভেন্যু হিসেবে।
২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। রাউন্ড রবিন পদ্ধতিতে লাল-সবুজের মেয়েরা এরপর খেলবে ৭ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর শ্রীলঙ্কা এবং ২৬ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে। কলম্বোতে একটি, গৌহাটিতে একটি এবং বিশাখাপত্তনামে তিনটি ম্যাচ খেলবে জ্যোতিরা।
প্রথমে পরিকল্পনা ছিল বাংলাদেশের ভারতের বিপক্ষে ম্যাচসহ আরও কয়েকটি গ্রুপ ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল বসবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে। কিন্তু আইপিএল ফাইনালের শিরোপা উদযাপনে ১১ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনার পর নিরাপত্তা ও অবকাঠামোগত ঝুঁকি বিবেচনায় স্টেডিয়ামকে অনুমতি দেয়নি স্থানীয় সরকার।
বিসিসিআই বিকল্প হিসেবে কেরালার তিরুবনন্তপুরমকে বিবেচনা করলেও পর্যাপ্ত ফ্লাইট সংযোগ না থাকায় শেষ পর্যন্ত বেছে নেয় মুম্বাইকে। ফলে বাংলাদেশের ভারতের বিপক্ষে ম্যাচটি ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষেও মুম্বাইয়ে খেলবে জ্যোতিরা। এমনকি পাকিস্তান ফাইনালে উঠতে না পারলে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটিও বসবে এই স্টেডিয়ামে।
এসএস/টিকে