কুমিল্লার দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গতকাল বৃহস্পতিবার বিকালে বুড়িচং উপজেলার কংশনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মো. আব্দুল্লাহ।
গ্রেপ্তার আব্দুল মান্নান মোল্লা দেবিদ্বার উপজেলা গুনাইঘর উত্তর ইউনিয়নের মৃত আয়েত আলীর ছেলে। সে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারী ছিলেন।
জানা গেছে, গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত রুবেলের মা হোসেনে আরা বেগম বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে একই ঘটনায় কুমিল্লা আদালতে আবুল কাশেম নামে বিএনপির এক নেতা বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। এরপর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন পলাতক ছিল আব্দুল মান্নান মোল্লা। পরে গোপনে সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কংশনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কুমিল্লা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মো. আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান মোল্লাকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে কুমিল্লায় নিয়ে আসে।
তাকে স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রাজ্জাক রুবেল হত্যার ঘটনায় দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।