ভিসাধারী সাড়ে ৫ কোটি বিদেশির তথ্য যাচাই করবে ট্রাম্প প্রশাসন

বৈধ ভিসাধারী ৫ কোটি ৫০ লাখেরও বেশি বিদেশির রেকর্ড খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রোসডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভিসা বাতিল বা অভিবাসন আইন ভঙ্গের সম্ভাব্য লঙ্ঘন শনাক্ত করাই এর লক্ষ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দেশটি অবিলম্বে বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য সব কর্মভিসা প্রদান বন্ধ করবে। 

রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, বিদেশি ট্রাক চালকরা ‘আমেরিকানদের জীবন বিপন্ন করছে এবং দেশীয় ট্রাক চালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে।

 অ্যাসোসিয়েটেড প্রেসকে লিখিত এক জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, সকল ভিসাধারীই ‘নিরবচ্ছিন্ন যাচাই’ প্রক্রিয়ার আওতায় থাকে।

পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, ভিসাধারীরা অতিরিক্ত সময় অবস্থান করছেন কি না, অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত কি না, জননিরাপত্তার জন্য হুমকি কি না, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কি না বা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করছে কি না—এসবই মূলত খতিয়ে দেখা হচ্ছে। যদি এমন কোনো তথ্য পাওয়া যায় তবে তাদের ভিসা বাতিল করা হবে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ থেকে বহিষ্কার করা হবে।

২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ৪ লাখ মানুষকে বহিষ্কারের পথে রয়েছে বলে নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই বৈধ অভিবাসী ও অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছেন। সরকার শুরুতে বলেছিল, শুধুমাত্র বিপজ্জনক অপরাধীদের লক্ষ্যবস্তু করা হবে, কিন্তু বাস্তবে প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। 

কর্তৃপক্ষ রেস্তোরাঁ, নির্মাণ সাইট, খামার এবং এমনকি আদালতের ভেতরেও অভিবাসীদের গ্রেপ্তার করছে। মানবিক কারণে প্রদত্ত প্যারোল ও অস্থায়ী সুরক্ষা কর্মসূচিও বাতিলের চেষ্টা চলছে, যা বিভিন্ন দেশের প্রতিকূল পরিস্থিতিতে থাকা লাখো মানুষকে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের অধিকার দিয়েছে। শিক্ষার্থী ভিসাধারীরাও এই অভিযানের শিকার হচ্ছেন। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চলতি বছরই ৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। যদিও দপ্তরটির দাবি, এসব শিক্ষার্থী হয় আইন ভেঙেছেন বা সন্ত্রাসবাদের প্রতি সমর্থন জানিয়েছেন।

বাস্তবে বহু ঘটনায় দেখা গেছে তারা শুধু ফিলিস্তিনপন্থী প্রতিবাদে অংশ নিয়েছিলেন বা মতামতমূলক নিবন্ধ লিখেছিলেন—যা যুক্তরাষ্ট্রের সংবিধানসিদ্ধ বাকস্বাধীনতার অধিকারভুক্ত। এমনকি অনেকে কোনো ধরনের আন্দোলনেও অংশ নেননি, তবু তাদের ভিসা বাতিল হয়েছে।

সূত্র : আলজাজিরা।



ইউটি/টিকে



Share this news on:

সর্বশেষ

img
দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় : মির্জা আব্বাস Aug 22, 2025
img
শেষ পর্যন্ত সত্যই টিকবে, মিথ্যা ধ্বংস হবে: তাসনিম জারা Aug 22, 2025
img
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নান গ্রেপ্তার Aug 22, 2025
img
আমদানি-রপ্তানি বাড়াতে সহযোগিতার আশ্বাস পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর Aug 22, 2025
img
প্রাক্তন স্বামী নিয়ে খোলামেলা স্বীকারোক্তিতে আলোচনায় মালাইকা অরোরা Aug 22, 2025
img
প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-পাকিস্তান Aug 22, 2025
img
নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু Aug 22, 2025
img
ডাকসুতে ‘আগুন লাগাতে’ এলেন জিএস প্রার্থী Aug 22, 2025
img
ভারতের নয়াদিল্লিতে অফিস খুলছে ওপেনএআই Aug 22, 2025
img
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে মিলল ইউরেনাসের নতুন চাঁদের সন্ধান Aug 22, 2025
img
ফেক পেজ খুলে অপপ্রচারে বিতর্কিত ছাত্রদল নেতা এখন ডাকসুতে এজিএস প্রার্থী Aug 22, 2025
img
পূর্ণ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের সংশয় তৈরি হবে : ডা. তাহের Aug 22, 2025
img
বিভুরঞ্জনের মৃত্যুতে শোকের ছায়া Aug 22, 2025
img
হঠাৎ হাসপাতালে স্যামসন! এশিয়া কাপের আগে উদ্বেগে সমর্থকরা Aug 22, 2025
img
কলকাতা সফরে এসে বাংলাদেশিদের জন্য সুখবর দিলেন নরেন্দ্র মোদি Aug 22, 2025
img
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১,৮৮০ জন গ্রেপ্তার Aug 22, 2025
img
গণ-অভ্যুত্থান নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে : ফরহাদ মজহার Aug 22, 2025
img
‘ছাত্রলীগকে পাপের ফল ভোগ করতেই হবে’ Aug 22, 2025
সাদাপাথর লুটপাটে রাজনীতিবিদ-প্রশাসন-ব্যবসায়ীর ত্রিমাত্রিক দুর্নীতি Aug 22, 2025
দুই সপ্তাহের মধ্যেই অবসান ঘটতে চলেছে ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বের, যা বললেন ট্রাম্প Aug 22, 2025