স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আজ যারা স্বাধীনতাবিরোধী সংগঠন নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তারা দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। তাই আমাদের সবার সতর্ক থাকা জরুরি।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বৃহত্তর মিরপুরস্থ জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন ২০২৫ ও শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানুষ উন্মুখ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মন্তব্য করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত।

তারা উন্মুখ হয়ে আছে কবে নাগরিক অধিকার ফিরে পাবে। সেই অধিকার ফিরিয়ে এনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকারই জনগণের কাছে জবাবদিহি করবে এবং জনগণের ইচ্ছানুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে।

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি উপস্থিত দলের নেতাদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ যেভাবে সাধারণ মানুষের ওপর অন্যায় প্রভাব বিস্তার করেছে, আপনারা কেউ সে পথে হাঁটবেন না।

বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে, জনগণের সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে সমাধান করাই আমাদের রাজনীতি। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়।

তারেক রহমানের ৩১ দফা কর্মপরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ সংস্কারের জন্য ৩১ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। ইনশাআল্লাহ সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।

শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত হবে- এই প্রসঙ্গ টেনে শিক্ষাপ্রতিষ্ঠান দলীয়করণের ব্যাপারে তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। শিক্ষক-শিক্ষার্থীদের বাধ্য করা হয়েছে দলীয় কর্মসূচিতে যোগ দিতে। আমরা চাই না শিক্ষকরা বিএনপি হওয়ার জন্য চাপ অনুভব করুক। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান স্বাধীনভাবে চলবে। শিক্ষক-শিক্ষিকারা তাদের নিজস্ব সত্তা ধরে রেখে শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন।

তিনি আরও বলেন, আমাদের সন্তানদেরকে বিকৃত ইতিহাস পড়ানো হয়েছে। বিএনপি সেই বিকৃতি দূর করে সঠিক ইতিহাস প্রজন্মের হাতে তুলে দিতে চায়। শিক্ষক-শিক্ষিকারাই হবেন সেই দায়িত্বের বাহক।

শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা ও আশ্বাস জানিয়ে অনুষ্ঠানে শহীদ পরিবারদের সম্মাননা প্রদান করে আমিনুল হক বলেন, বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ আজ স্বাধীন। তাদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রীয় খেতাব ও মর্যাদা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় শহীদ পরিবার ও আহতদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।

ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা যুবদলের আহ্বায়ক মো. শাকিল মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দারুসসালাম থানা বিএনপি আহ্বায়ক ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু, এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল খালেক, অনুষ্ঠানে আগত শহীদ-আহত পরিবারের সদস্য প্রমুখ।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত Aug 23, 2025
img
রোহিত-কোহলিকে বাদ দিয়ে পন্টিংয়ের সেরা পাঁচ ব্যাটারের তালিকা Aug 23, 2025
img
এশিয়া কাপে স্পন্সর নিয়ে দুশ্চিন্তায় ভারত Aug 23, 2025
img
অসমাপ্ত কাজগুলো আবার শুরু করেছি: বেবী নাজনীন Aug 23, 2025
img
“প্রথম দেখাতেই ভাল লেগেছিল” প্রেমকাহিনি নিয়ে মুখ খুললেন রিংকু Aug 23, 2025
img
এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ Aug 23, 2025
img
গোপালগঞ্জে এবার ৬ আওয়ামী লীগ নেতার পদত্যাগ Aug 23, 2025
img
সমালোচনা না করে তরুণদের পাশে দাঁড়ানোর আহ্বান শাহিন আফ্রিদির Aug 23, 2025
img
সাংবাদিক বিভুরঞ্জনের খোলা চিঠি Aug 23, 2025
img
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ আলোচনা Aug 23, 2025
img
নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগে বেরোবির সমন্বয়ক রহমতকে বহিষ্কার Aug 23, 2025
img
এডিআরের প্রতিবেদন: ভারতের ৪০ শতাংশ মুখ্যমন্ত্রী ফৌজদারি মামলার আসামি Aug 23, 2025
img
ঘরের মাঠে জয়ের পর পাঁচ ট্রফি প্রদর্শন পিএসজির Aug 23, 2025
img
হাতি রক্ষায় বড় উদ্যোগ, ৪০ কোটি টাকা ব্যয়ে বসছে রোবটিক ক্যামেরা Aug 23, 2025
img
সিপিএলে সাকিবের ব্যর্থতার ধারা, অ্যান্টিগার বড় হার Aug 23, 2025
img
রাগিনী এমএমএস-থ্রি তে প্রধান চরিত্রে থাকছেন তামান্না Aug 23, 2025
img
কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : সিইসি Aug 23, 2025
img
কেইনের হ্যাটট্রিক আর ওলিসের জোড়া গোলে নতুন মৌসুমে দুর্দান্ত শুরু বায়ার্নের Aug 23, 2025
img
বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ এবং ভেন্যু ঘোষণা করল ট্রাম্প Aug 23, 2025
img
সেরা অধিনায়কের প্রশ্নে অপ্রত্যাশিত নাম বলে সবাইকে চমকে দিলেন দ্রাবিড় Aug 23, 2025