বুন্দেসলিগার নতুন মৌসুম এক দুর্দান্ত জয় দিয়েই শুরু করেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রেড বুল লেইপজিগকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ভিনসেন্ট কোম্পানির দল। হ্যারি কেইনের দুর্দান্ত হ্যাটট্রিক, মাইকেল ওলিসের জোড়া গোল এবং লুইস দিয়াজ বায়ার্নের জার্সিতে প্রথম লিগ গোলে ধ্বংসস্তূপে পরিণত হয় আরবি লেইপজিগ।
ম্যাচের শুরুটা ছিল একটু এলোমেলো। প্রথম ১০ মিনিট দুই দলের খেলার মধ্যে ছিল ভুল পাসের ছড়াছড়ি। তবে তারপরেই ছন্দে ফিরতে শুরু করে বায়ার্ন। প্রথমে কেইন, দারুণ এক থ্রু-পাসে কনরাড লাইমারকে সুযোগ তৈরি করেন, কিন্তু গুলাচি সেটি রক্ষা করেন। মিনিট কয়েক পরেই ওলিসে বাঁকানো কোণ থেকে নিখুঁত শটে গোল করে দেন বায়ার্নকে।
এরপরই আসে দিয়াজের মুহূর্ত। লিভারপুল থেকে আসা কলম্বিয়ান ফরোয়ার্ড একটি শক্তিশালী শটে গুলাচির ক্রসবারে বল লাগিয়ে জালে পাঠিয়ে বুন্দেসলিগায় নিজের প্রথম গোল করেন। কিছুক্ষণ পর, সার্জ গ্যানাব্রির পাসে দারুণ মুভমেন্টে ওলিসে করেন নিজের দ্বিতীয় গোল। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ।
বিরতির পর লেইপজিগ ম্যাচে ফিরতে চেয়েছিল। বল দখলে এগোতে চেষ্টা করলেও গ্যানাব্রির গতির কাছে তাদের ডিফেন্স ভেঙে যায়। সেখান থেকেই আক্রমণ সাজিয়ে, দিয়াজ বল বাড়ান কেইনের কাছে এবং ঠাণ্ডা মাথায় গোল করে মৌসুমে নিজের প্রথম গোলটি তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক।
লেইপজিগ একবার গোল পেলেও সেটি বাতিল হয়ে যায়- কারণ গোলের আগে নেয়া ফ্রি-কিকে বল নড়াচড়ায় ছিল। এরপর কেইন নিজের নৈপুণ্য দেখিয়ে দুটি দুর্দান্ত গোল করেন। প্রথমে, দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল এবং পরে কিম মিন-জায়ের অসাধারণ ড্রাইভ থেকে সহজ ট্যাপ-ইন করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
শেষ পর্যন্ত, ৬-০ গোলের বিশাল জয়ের সঙ্গে বুন্দেসলিগা মৌসুম শুরু করে বায়ার্ন মিউনিখ।
ইএ/টিকে