কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিইএফপি) উপনির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা কার্ল স্কাউ। আগামী ২৭ আগস্ট তিনি এই পরিদর্শনে যাবেন।
রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতির নিয়ে বাংলাদেশ সরকারের ২৫-২৬ আগস্ট আয়োজিত স্টেকহোল্ডারদের সংলাপের পর তিনি এই সফর করবেন।
এ ছাড়া স্কাউ ঢাকা সফর করবেন এবং ২৯ আগস্ট (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
কার্ল স্কাউ সংস্থার সামগ্রিক সমন্বয়, কৌশলগত দিকনির্দেশনা, মানবিক কূটনীতি এবং মাঠ পর্যায়ের কার্যক্রমের জন্য সহায়তার নেতৃত্ব দেন।
তিনি ডব্লিউএফপির আন্তঃসংস্থা সহযোগিতা এবং অংশীদারত্ব সর্বাধিক করতে করপোরেট প্রচেষ্টাকেও সমর্থন করেন। বিভিন্ন অঞ্চল এবং সংস্থায় কূটনীতি, মানবিক বিষয়, শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নে কার্ল স্কাউয়ের ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
কেএন/টিকে