সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর ফেরত দিতে তিন দিন সময় দিয়েছে প্রশাসন। শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।
এদিকে সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র ‘জাফলং’ জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পূর্ব জাফলং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়াইনঘাট থানার পরির্দশক মো. কবির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মামার বাজার এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে আফজল হোসেন এবং লাখেরপাড় গ্রামের মন্তাজ মিয়ার ছেলে জাবেদ আহমদ।
পুলিশ জানায়, চলতি মাসের ৭, ৮ ও ৯ অগাস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়; যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় সোমবার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন।
পরির্দশক মো. কবির হোসেন বলেন, পাথর লুটের মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী সাংবাদিকদের বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার ঘনফুট উদ্ধার করে পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে।
ইউটি/টিএ