কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি ও দাখিল ২০২৫ পরীক্ষায় কৃতকার্য এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক কৃতী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজন অংশ নেন।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুপমিয়া হোসাইন রাজ এবং সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আমির ইসলাম রহিম।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, কৃতিত্ব অর্জনকারীরা শুধু পরিবারের নয়, পুরো এলাকার গর্ব। এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের অধ্যবসায়ের পাশাপাশি অভিভাবকদের ভালোবাসা ও শিক্ষকদের সহযোগিতা অপরিসীম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়; মানবিক হওয়া, নেতৃত্ব গুণ অর্জন করা এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হওয়াই একজন প্রকৃত শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত। রাজনীতি না করলেও রাজনৈতিকভাবে সচেতন থাকা জরুরি, কারণ জনগণের ভোটের শক্তিই প্রকৃত পরিবর্তনের পথ।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মত প্রকাশের কারণে একজন ছাত্রকে জীবন দিতে হয়। আমরা চাই মানবিক, শিক্ষাবান্ধব ও গণতান্ত্রিক রাষ্ট্র।
তিনি মেঘনার এক সিএনজি চালক ও এক মায়ের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ন্যায়সঙ্গত দাবির পক্ষে দাঁড়িয়ে তারা শহীদ হয়েছেন। তাদের এই সাহসিকতা আমাদের পরিবর্তনের পথে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।