বলিউডে দীর্ঘ সাড়ে তিন দশক ধরে রাজত্ব করছেন সলমন খান। অসংখ্য অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি, যাদের অনেকেই বয়সে তার চেয়ে অর্ধেক। শুধু অভিনয়ই নয়, অনেক নায়িকার ক্যারিয়ার গড়ার পেছনেও ছিলেন ভাইজান। তবে অনেকেরই হয়তো জানা নেই, সালমানের ছবির সেটে অভিনেত্রীদের জন্য আছে বিশেষ নিয়ম-কানুন।
সালমানের এক সহ-অভিনেত্রী ডেইজি শাহ সম্প্রতি জানিয়েছেন, সালমান চান না ছবির সেটে কোনো অভিনেত্রী খোলামেলা পোশাক পরুন। বিশেষ করে বক্ষবিভাজিকা দৃশ্যমান এমন পোশাক একেবারেই অপছন্দ তার। বরং তিনি চান, নায়িকারা নিচু ঝুলের জামা বা শরীর ঢাকা ধরনের পোশাকেই থাকুন।
‘অন্তিম’ ছবির শুটিং চলাকালীন সালমান এই নিয়ম কার্যকর করেন। ডেইজির ভাষায়, সালমানের নারীরা যখন নিজেদের সর্বাঙ্গ ঢেকে রাখেন, তখনই তাদের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। পাশাপাশি তিনি চান না, সিনেমায় নায়িকাদের কেবল ‘শো-পিস’ হিসেবে ব্যবহার করা হোক।
এফপি/ টিএ