দেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে, ডিসেম্বরে তফসিল : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে। আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে। দেশ এখন নির্বাচনমুখী। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের রাজনীতি বা এদেশের কেউ নয়, সেটা তারাই প্রমাণ করেছে।

তাদের নিজেদের দলের ভেতরেই কোনো গণতন্ত্র ছিল না। তাই সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকালে নিজ সংসদীয় আসন কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত বিশাল জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

হাতপাখার সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দল, যে দলটি সব সময় বাংলাদেশে বিভ্রান্তিকর রাজনীতি করেছে মন্তব্য করে বিএনপি নেতা ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, একসময় যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে। আরেক সময় মানুষের সেন্টিম্যানের বিরুদ্ধে গেছে। এবার তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি বলেন, যারা আজ সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছেন, খানা-পিনা খাচ্ছেন, সন্ধ্যা বেলা চলে যাচ্ছেন, তারা কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। তাদের বাংলাদেশের মানুষ চিনে।

নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে। ঘরে ঘরে গিয়ে কর্মীদেরকে ধানের শীষের পক্ষে সালাম দেওয়ার আহবান জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের নির্বাচন পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে। সংস্কারের মধ্য দিয়ে দেশের জনগণের আশার প্রতিফলন হবে। গত ১৭ বছর বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিবেশ ছিল না।

রাজনীতি বন্দি ছিল কারাগারে। রাজনীতি বন্দি ছিল লন্ডনে। রাজনীতি বন্দি ছিল শিলংয়ে। এরকম উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ ছিল না।

চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্যসচিব এম মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসমাবেশে অতিথি হিসেবে স্থানীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সম্মেলনে চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে এম মোবারক আলীর নাম ঘোষণা করে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা জানিয়ে সম্মেলন শেষ করা হয়। 

এদিকে সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আর দীর্ঘদিন পর আয়োজিত সম্মেলন উপলক্ষে চকরিয়া সরকারি কলেজের আশপাশের এলাকার সড়ক-উপসড়কে তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে যায়।

সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ আশাপাশের এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল সহকারে জনসভায় যোগদান করেন। অর্ধলক্ষাধিক মানুষের অংশ গ্রহণে সম্মেলনের জনসমাবেশ রূপ নেয় বিশাল নির্বাচনী জনসভায়। 

ইউটি/টিএ




Share this news on:

সর্বশেষ

img
বিএনপি দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চায় না : অ্যাডভোকেট নূরুল Aug 24, 2025
img
ইপিএলের নতুন বল গোলরক্ষকদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে Aug 24, 2025
img
রশিদ খানের নেতৃত্বে শক্তিশালী আফগানিস্তানের এশিয়া কাপের দল Aug 24, 2025
img
ইংল্যান্ডের ফরোয়ার্ড এবেরেচি এখন আর্সেনালের Aug 24, 2025
img
রাতভর নিজ বাসায় চঞ্চল চৌধুরী–তৌসিফদের সঙ্গে আড্ডা দিলেন শাকিব Aug 24, 2025
img
বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় পাকিস্তান Aug 24, 2025
img
বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত? Aug 24, 2025
img
নাপোলিতে অভিষেক ম্যাচেই গোল করলেন ডি ব্রুইনা Aug 24, 2025
img
পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু Aug 24, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ Aug 24, 2025
img
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে আলাদা সচিবালয় চান বিচারকরা Aug 24, 2025
img
গ্রামীণফোনের বিরুদ্ধে বাজার দখলের অভিযোগ তুলল রবি ও বাংলালিংক Aug 24, 2025
img
ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ ও মিলার Aug 24, 2025
img
ভারতীয় সীমান্তে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের Aug 24, 2025
img
শেবাগের বিশ্বাস, সূর্যকুমারের হাতেই উঠবে এশিয়া কাপের শিরোপা Aug 24, 2025
img
দিনাজপুরে বাস দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাসহ আহত ১৫ Aug 24, 2025
img
ট্রাক-ভ্যান-দুধবাহী গাড়ির সংঘর্ষে যমুনা সেতুতে দেড় ঘণ্টা যানজট Aug 24, 2025
img
বিদেশগামী শিক্ষার্থীদের জন্য অনলাইনে সনদ যাচাই সেবা চালু করলো সরকার Aug 24, 2025
img
দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস Aug 24, 2025
img
বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে বললেন বিএনপির সাবেক এমপি Aug 24, 2025