গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তার ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত মওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
এর আগে, গত ২০ আগস্ট সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কিন্তু বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে কর্তৃপক্ষ দেখতে পায়, সংযোগের তার চুরি হয়ে গেছে। বাধ্য হয়ে জেনারেটর ব্যবহার করে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তবে সন্ধ্যায় তিস্তা সেতুতে ঘুরতে আসা দর্শনার্থীরা পড়েন চরম বিড়ম্বনায়। শোভাবর্ধনের বাতি না জ্বালায় অন্ধকারে সৃষ্টি হয় তীব্র যানজট, এতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একজন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে থানায় মামলা করেন। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। মামলায় বলা হয়, প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার সংযোগের তার চুরি হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী বলেন, সেতুর ওপর ও আশপাশের শোভাবর্ধনের বিদ্যুতের সংযোগের তার যারা চুরি করেছে, তারা সাধারণ চোর নয়। ভবিষ্যতে যাতে আর এমন ঘটনা না ঘটে, সে জন্য পুলিশসহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
ইউটি/টিএ