হঠাৎ করেই শ্রদ্ধা কাপুরের ভেরিফায়েড লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। প্রিমিয়াম ও ভেরিফায়েড প্রোফাইল থাকা সত্ত্বেও তার একাউন্টকে ‘ফেক’ হিসেবে চিহ্নিত করা হয়, যার কারণে বিপাকে পড়েছেন এই বলিউড অভিনেত্রী।
ফলে তা অন্যদের জন্য অদৃশ্য হয়ে যায় এবং তিনি কোনো পেশাগত আপডেট শেয়ার করতে পারছিলেন না। এরপরেই প্রকাশ্যে সাহায্যের আবেদন জানান নায়িকা।
শনিবার (২৩ আগস্ট) রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি তুলে ধরেন শ্রদ্ধা। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় লিঙ্কডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না কারণ আপনাদের মতে, এটি নকল। কেউ কি আমাকে সাহায্য করতে পারেন? একাউন্টটি প্রিমিয়াম, ভেরিফায়েড এবং সেটআপ করা, তবুও কেউ দেখতে পাচ্ছে না। আমি আমার উদ্যোক্তা যাত্রা শেয়ার করা শুরু করতে চাই, কিন্তু অ্যাকাউন্ট চালু করাটাই এখন আলাদা এক যাত্রা হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, লিঙ্কডইনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছে। তার উদ্যোক্তা-সংক্রান্ত কার্যক্রম শেয়ার করার উদ্দেশ্যে তৈরি ভেরিফায়েড অ্যাকাউন্টটি ভুলবশত ফ্ল্যাগ হয়ে ব্লক হয়ে যায়।
তবে শ্রদ্ধার হাস্যরসাত্মক ভঙ্গির আবেদন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। তারা সামাজিক মাধ্যমে সমর্থন জানাচ্ছেন এবং পাশে দাঁড়াচ্ছেন অভিনেত্রীর।
ডিজিটাল এই জটিলতায় পড়লেও শ্রদ্ধা নিরুৎসাহিত নন; বরং তিনি যত দ্রুত সম্ভব লিঙ্কডইনে তার ব্যবসায়িক যাত্রা ও অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী।
এখন পর্যন্ত লিঙ্কডইনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যাখ্যা পাননি শ্রদ্ধা।
সূত্র: বলিউড হাঙ্গামা
এমকে/এসএন