প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ারের বিজ্ঞাপন দিয়ে ছয় বছর আগে শোবিজে যাত্রা শুরু, এরপর সে বছরই তুমুল আলোচিত ওয়েব ফিল্ম ‘তাকদীর’ দিয়ে অভিনয়ে নাম লেখান, সাংবাদিক আনিকা চরিত্রে দর্শকমহলে প্রশংসিত হন তিনি। এরপর ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ আফরান নিশোর ছোট বোন ‘রাফা’ চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা কুড়ান তানজিম সাইয়ারা তটিনী। সে সময় দর্শকেরা তাকে ‘রাফা’ নামে চিনতে শুরু করেন, অন্তর্জালে বাড়তে থাকে তার অনুসারীর সংখ্যা।
বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয় নিয়ে তটিনী সিরিয়াস হন অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’-এ অভিনয়ের পর।
এরপর একাধারে অভিনয় করতে থাকেন নাটকে, এরপর নাম লেখান সিনেমাতেও। পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমীন’ সিনেমা দিয়ে বড় পর্দাতেও অভিষেক হয় তার। বড় পর্দায় তার এ অভিনয় ছিল করোনার সময়ে, তবে এখন তিনি থিতু হয়েছেন নাটকে, পার করছেন ব্যস্ত সময়।
সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হচ্ছেন এই সুহাসিনী।
অভিনয়ে এখন তুমুল ব্যস্ত হলেও এ অঙ্গনে কাজ করবেন কিংবা অভিনেত্রি হবেন, এমনটা কখনো ভাবেননি তটিনী। ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল গাইনির ডাক্তার হবেন। মেডিক্যালে ভর্তি পরীক্ষাও দিয়েছিলেন, সুযোগ পান নীলফামারী মেডিক্যালে পড়ার।
কিন্তু বরিশালের মেয়ে তটিনীর ইচ্ছা ছিল বরিশাল মেডিক্যাল। সেখানে পড়ার সুযোগ না পাওয়ায় আর মেডিক্যালে পড়া হয়নি। পরে আর আলাদা করে ক্যারিয়ার নিয়ে কোনো কিছু ভাবেইনি। এরপর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।
এর মধ্যে অনেক সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেলেও এখন নাটকেই থাকতে চান তিনি।
তার ভাষ্যে, ‘বড় পর্দায় নিয়মিত হওয়া নিয়ে এখন সেভাবে ভাবছিই না। কারণ, বড় পর্দার জন্য যে পরিমাণ অভিজ্ঞতা, প্রস্তুতি দরকার, তা আমার হয়েছে বলে আমি মনে করি না। আমি নাটকটাই শুরু করেছি বেশি দিন হয়নি। নাটকে আমার আরো দর্শক হোক। ভালো গল্প, শক্তিশালী চরিত্রে কাজের সুযোগ হলেই বড় পর্দায় কাজ করব। সেটি আরও পরে।’
এসএন