ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। চলমান সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে বল হাতে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন সাকিব।
এই ম্যাচে প্রথম উইকেট তুলে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। যে মাইলফলকে ৫ম বোলার সাকিব। এর আগের ৪ বোলার রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন এবং ইমরান তাহির। ইনিংস শেষে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন সাকিব আল হাসান। সাকিব বলেছেন, ‘(৫০০ উইকেটের মাইলফলক) অনেক পরিশ্রমের ফসল এটি। অনেক খুশি যে এই মাইলফলক ছুঁতে পেরেছি। লম্বা ক্যারিয়ার।
আমি খুশি আমার অর্জন নিয়ে।’ সাকিব আরও বলেছেন, ‘আমি অত বেশি বোলিং করিনি। কিছুটা নার্ভাসও ছিলাম। অনেক নেতিবাচকতাও ছিল।
বেশি ওভার করার সুযোগ হচ্ছিল না, যেমনটা আমি সচরাচর করে থাকি। তবুও দলের জন্য অবদান রাখার সুযোগ পেলে আমি তা করে যেতে চাই, এটাই আমার লক্ষ্য ছিল সবসময়।’ এছাড়া ক্যারিবিয়ানে স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং ৩ বাচ্চার কাছাকাছি থাকা নিয়ে সাকিব বলেছেন, ‘ফ্যামিলি সবসময় আমার সাথে ভ্রমণ করে। ৩ বাচ্চা নিয়ে কাজটা কঠিন। তাদের স্কুলও আছে। এখন সামার ব্রেক চলছে। তারা আমার সাথে এসেছে। একটু বয়স হয়ে গেলে পাশে পরিবার থাকলে ব্যাপারটা আরামদায়ক হয়।’ সাকিবদের ১৩৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সেন্ট কিটস।
এ প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘আমার মনে হয় ব্যাটিংয়ের জন্য ট্রিকি উইকেট। হাতে উইকেট রাখা জরুরি। শেষ ১০ ওভারে যদি ৩ উইকেটের বেশি না হারাই, তাহলে আমার মনে হয় এই রান তাড়া করা সম্ভব।’ এই প্রতিবেদন লেখার সময়ে ৩.৩ ওভার শেষে বিনা উইকেটে ৩২ রান তুলেছে সাকিবের দল অ্যান্টিগা।