ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। বল হাতে ৩ উইকেট শিকার করার পর ব্যাটিংয়ে ১৮ বলে ২৫ রানের কার্যকরী ইনিংস খেলেন সাকিব আল হাসান।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ১৩৩ রানের পুঁজি দাঁড় করায় সেন্ট কিটস। বল হাতে ৩ উইকেট তোলেন সাকিব। ফিরিয়েছেন মোহাম্মদ রিজওয়ান, কাইল মেয়ার্স এবং নাভিন বিদাইসীকে। সেন্ট কিটসের ১৫তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। ক্রিজে গেঁড়ে বসা মোহাম্মদ রিজওয়ানকে ওভারের শেষ বলে আউট করেন সাকিব। নিজের প্রথম ওভারে সাকিব খরচা করেন ৯ রান। রিজওয়ানকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ৫০০তম উইকেটের দেখা পান সাকিব। ১৭তম ওভারে আবারও বোলিংয়ে এসে জোড়া শিকার করেন সাকিব। এবার দিয়েছেন মোটে ২ রান। আউট করেছেন কাইল মেয়ার্স এবং নাভিন বিদাইসীকে।

শুরু থেকেই ব্যাট হাতে ধুঁকছিল সেন্ট কিটস। সাকিবের একের পর এক আঘাতে যেন আরও দুর্বল হয়ে যায় তারা। শেষ দিকে ব্যাট হাতে সংগ্রাম করেছে সেন্ট কিটস। পরে আর বোলিংয়ে আসেননি সাকিব। তবে শেষ ওভারে দারুণ একটি রান আউট করেছেন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। সেন্ট কিটসের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩১ বলে ৩২ রান করেন এভিন লুইস। এছাড়া ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলেছেন কাইল মেয়ার্স। অ্যান্টিগার সেরা বোলার ছিলেন সাকিব আল হাসান। নিয়েছেন ৩ উইকেট। এছাড়া সালমান ইরশাদ, জেডন সিলস এবং শামার স্প্রিঙ্গার ১টি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে দুই ওপেনার রাহকিম কর্নওয়াল এবং জুয়েল অ্যান্ড্রুর ব্যাটে চড়ে ভালো শুরু পায় অ্যান্টিগা। ওপেনিং জুটি থেকে আসে ৩৪ রান। ১৩ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন কর্নওয়াল। দলের ৭১ রানের মাথাতে ২৮ বলে ২৮ রান করে বিদায় নেন অ্যান্ড্রু। তিনে নামা কারিমা গোর এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন। অ্যান্ড্রু বিদায়ের পর চার নম্বরে নামেন সাকিব আল হাসান। ব্যাট হাতে শুরুতে কিছুটা দেখেশুনে খেলেছেন সাকিব। সময় নিয়ে পরে ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে শুরু করেন তিনি। হাঁকান বাউন্ডারিও। দারুণ খেলতে থাকা সাকিব ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলে দলের ১০৬ রানের মাথাতে কাটা পড়েন। এরপর আন্দ্রেস গুসকে সাথে নিয়ে এগিয়েছেন গোর। দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে অ্যান্টিগা। সেন্ট কিটসের বোলারদের নিয়ে করেছে ছেলেখেলা।
শেষ দিকে দলের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ফিফটি ছোঁয়ার খুব কাছে চলে যান গোর। গোরের চারেই নিশ্চিত হয় অ্যান্টিগার জয়। ফিফটিও ছুঁয়ে ফেলেন গোর। ২ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় অ্যান্টিগা। ফিফটি হাঁকিয়ে ৪৭ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলে টিকে ছিলেন গোর। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও পাকাপোক্ত হলো অ্যান্টিগার। ৩ জয় এবং ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ উইকেট তুলে টেবিলের শীর্ষস্থানটা ধরে খেলেছে সাকিবের দল।
ইউটি/টিএ