গাজা সংকট নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) বৈঠকে যোগ দিতে তেহরান ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রোববার (২৪ আগস্ট) একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল নিয়ে জেদ্দায় গেছেন তিনি।
গাজায় চলমান মানবিক বিপর্যয় পর্যালোচনা, জরুরি মানবিক সহায়তা সমন্বয়, এবং ইসরায়েলি দখলদার সরকারের গাজা স্থায়ীভাবে দখলের পরিকল্পনার রাজনৈতিক ও আইনগত দিক নিয়ে আলোচনা এই সফরের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে মেহের নিউজ।
বৈঠকের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ প্রকল্প আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক শান্তির জন্য বড় হুমকি। গণহত্যা ও দখলদারিত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।
কেএন/এসএন