অখিল আক্কিনেনির জন্য ২০২৩ সালের ‘এজেন্ট’-এর পর পথটা সহজ ছিল না। সেই সময়ের ব্যর্থতা কাটিয়ে উঠতে তিনি কাজ শুরু করেছেন তাঁর নতুন এবং বৃহৎ প্রজেক্ট ‘লেনিন’-এর মাধ্যমে। মুরলি কিশোর আব্বুরু পরিচালিত এই চলচ্চিত্রটি প্রথমে অখিল ও শ্রীলীলাকে প্রধান চরিত্রে নিয়ে শুরু হয়, তবে শ্রীলীলার শিডিউল সমস্যা এবং ব্যক্তিগত অমিলের কারণে তিনি প্রজেক্ট থেকে নামা নেন। ফলে শুটিং এক পর্যায়ে স্থগিত হয়।
সম্প্রতি চলচ্চিত্র শিল্পে চলা ধর্মঘট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ‘লেনিন’-এর শুটিং পুনরায় শুরু করার প্রস্তুতি চলছে। তাছাড়া শোনা যাচ্ছে, শিল্পী ভক্তদের মধ্যে নতুন মহিলা প্রধান চরিত্রে ভগ্যশ্রী বোরসে আসতে পারেন, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।
সিথারা এন্টারটেইনমেন্টস প্রযোজিত এই চলচ্চিত্র অখিলের জন্য একটি গুরুত্বপূর্ণ কমব্যাক হিসেবে গড়ে উঠছে। শুটিং আবারও শুরু হলেও এখন ছবির মুক্তির লক্ষ্য ২০২৬ সালের গ্রীষ্মকাল, যা অখিলের শেষ কাজ থেকে তিন বছরের দীর্ঘ ব্যবধানকে চিহ্নিত করবে। চলচ্চিত্রটির প্রস্তুতি, পরিচালনা এবং নতুন শুটিং সূচি সকলেই অপেক্ষায় আছে।
এমকে/এসএন