প্রায় এক বছরের বিরতির পর সংগীতপ্রেমীদের আনন্দ দিতে ফিরল‘কোক স্টুডিও বাংলা’। এবার তাদের তৃতীয় সিজনের সূচনা হলো ‘বাজি’ গানের মাধ্যমে; যেখানে আদিবাসী সংগীত, ঐতিহ্য এবং শহুরে লোক সংগীতের মনোমুগ্ধকর মেলবন্ধন উঠে এসেছে।
গত শনিবার রাত সোয়া ৮টার দিকে বহুল প্রতীক্ষিত সিজিন থ্রি এর চতুর্থ এই গানটি মুক্তি পায়। গানটির কম্পোজিশন, পরিচালনার পাশাপাশি গেয়েছেনও এই সময়ের অন্যতম প্রতিভাবান শিল্পী ইমন চৌধুরী এবং তার সঙ্গে কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন হাশিম মাহমুদ; যিনি একাধারে একজন গীতিকার ও সুরকারও।
তবে গানটি প্রকাশের সঙ্গে আলোচনায় হাশিম মাহমুদ। কারণ, প্রায় দুই বছর পর নতুন গান নিয়ে ফিরলেন তিনি। ২০২২ সালে ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা গান’টি প্রকাশের পর মূলত আলোচনায় এসেছিলেন হাশিম মাহমুদ। এরপর কোক স্টুডিও বাংলায় প্রকাশ পায় তার লেখা ‘কথা কইয়ো না’, যে গানটি এখন পর্যন্ত কোক স্টুডিও বাংলার সবচেয়ে জনপ্রিয়।
হাওয়া সিনেমা মুক্তির কয়েক বছর আগে ‘তোমায় আমি পাইতে পারি বাজি’ নামের হাশিমের একটি গান ভাইরাল হয়েছিলো। সেই গান নিয়ে প্রথম আলোচনায় আসেন এই শিল্পী। সেই গানটিই হাশিম মাহমুদের কণ্ঠে শোনা গেল আবার; যার সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
এ নিয়ে উচ্ছ্বসিত শ্রোতারাও। শ্রোতাদের একাংশের মন্তব্য এমন, ‘আহা হাশিম মাহমুদ, অবশেষে ওনার প্রতিভার মূল্যায়ন হচ্ছে দেখে খুব ভালো লাগছে। মহান সৃষ্টিকর্তা তাকে সুস্থ রাখুক।’
এদিকে, ১৮০ সুরকার ও শিল্পীদের অংশগ্রহণে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছিল। এই মৌসুমের তিনটি গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল তৃতীয় গান ‘অবাক ভালোবাসা’। এরপর কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের আর কোনো গান আসেনি।
এসএন