এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সাদা বলের এই সিরিজের কথা আজ (২৪ আগস্ট) এক বিবৃতিতে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
গত জুলাই মাসেই ক্রিকবাজ জানিয়েছিল, অক্টোবরে সাদা বলের সিরিজ খেলার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আলোচনা চলছে বিসিবির। এই সিরিজ মূলত গত বছর খেলার কথা থাকলেও তা শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
অবশেষে এসিবি এক বিজ্ঞপ্তিতে সিরিজ খেলার বিষয়টি নিশ্চিত করেছে। এশিয়া কাপ শেষে ২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সিরিজে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে এই দুই দল। এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতেই এই সিরিজ অনুষ্ঠিত হবে।
সিরিজটি শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ২ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। এরপর ৩ অক্টোবর এবং ৫ অক্টোবর যথাক্রমে দ্বিতীয় ও সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
টি২০ সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১১ এবং ১৪ অক্টোবর।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান বলেন, 'আমরা বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে গর্বিত। এই বহুল প্রত্যাশিত সিরিজ আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতিকে তুলে ধরে। সমর্থকরা দারুণ রোমাঞ্চকর ম্যাচ এবং উচ্চমানের প্রতিযোগিতা উপভোগ করবেন।'
একইভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও মি. নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'আমরা আফগানিস্তানের বিপক্ষে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ সাদা বলের সিরিজের অপেক্ষায় আছি। এ সিরিজ শুধু এশিয়া কাপের পর আমাদের জন্য মূল্যবান প্রতিযোগিতা এনে দেবে না, বরং আমাদের দুই ক্রিকেট বোর্ডের পারস্পরিক শ্রদ্ধা ও দৃঢ় সম্পর্কের প্রতিফলনও ঘটাবে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই সিরিজটির আয়োজনের জন্য এবং তাদের ধারাবাহিক সহযোগিতার মানসিকতার জন্য।'
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা এশিয়া কাপে আফগানিস্তান ও বাংলাদেশ গ্রুপ 'বি'তে প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৬ সেপ্টেম্বর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ইএ/টিকে