এক সময় একের পর এক ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যেত ববি ডার্লিংকে। কিন্তু বর্তমানে তার অবস্থা একেবারে শোচনীয়। হাতে কাজ নেই, ফলে আর্থিক টানাপড়েনে চলছে তার জীবন।
সম্প্রতি টেলি মাসালার সঙ্গে এক সাক্ষাৎকারে ববি জানান, কপিল শর্মার কাছে যখন তিনি কাজ চাইতে গিয়েছিলেন, তখন কীভাবে তাকে অপমান করেছিলেন কপিল।
ববি বলেন, ‘আমার দিকে সবাই ভীষণ নোংরা দৃষ্টিতে তাকাতো, কেউ এলজিবিটিকিউ সম্প্রদায় সম্পর্কে বেশি কিছু জানতো না। আজ অনেকেই কপিল শর্মার অনুষ্ঠানে আমাদের মতো মানুষের ভূমিকায় অভিনয় করেন, তারাই একসময় আমাকে নিয়ে মজা করেছিলেন। আজ তারাই আমার মতো আর পাঁচজনের চরিত্রে অভিনয় করে আর আমার নাম ব্যবহার করে তাদের সংসার চালান।’
এরপর তিনি আরো বলেন, ‘আমি যখন কাজের জন্য কপিলের কাছে গিয়েছিলাম, তখন ও আমাকে উপেক্ষা করে।
আমি তখন বলেছিলাম, আমি টাকার জন্য ভিক্ষা করছি না, একটা কাজের জন্য ভিক্ষা করছি। আমার একটা কাজের ভীষণ দরকার। কিন্তু ও আমার কোনও কথার উত্তর দেয়নি, আমাকে প্রত্যাখ্যান করে।’
কপিলের ক্যাফের আক্রমণের ঘটনা তুলে ববি বলেন, ‘একদিন আমি তোমার কাছে কাজ চেয়েছিলাম তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে, তুমি আমার দিকে ফিরেও তাকাওনি।
তোমার সঙ্গেও সেই একই ঘটনা ঘটবে একদিন। কর্ম সবসময় ফিরে আসে।’
এফপি/ টিএ