রাজধানীর মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলির ঘটনায় মিষ্টি বিতরণ হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মোহাম্মদপুরের স্থানীয় জনগণ থানার সামনে ও থানার ভেতরে সবার মধ্যে সমালোচিত ওসিকে বদলির খুশিতে মিষ্টি বিতরণ করেছে। এসময় তারা ওসিকেও মিষ্টি খাওয়াতে তার রুমে প্রবেশ করেন।
স্থানীয় বাসিন্দা পারভেজ হোসেন সুমন বলেন, আমরা আজ মিষ্টি বিতরণ করেছি। আমরা একটি ফ্যাসিবাদ থেকে বের হয়ে এসেছি, একটা দুষ্টু ওসির কবল থেকে মোহাম্মদপুর রক্ষা পেয়েছে। ভবিষ্যতে যেন মোহাম্মদপুরে কোনো পুলিশ প্রশাসন অপতৎপরতা না করতে পারে এবং মোহাম্মদপুর এলাকা পুলিশের সহায়তায় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে না উঠতে পারে। এজন্য আমরা স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করেছি।
আরেক বাসিন্দা ইসমাইল মিয়া বলেন, আমরা একটা দুষ্টু চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা রাখে এমন একজন ওসিকে বদলি করায় এলাকাজুড়ে মিষ্টি বিতরণ করেছি। সাবেক ওসি আলী ইফতেখার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও কিশোর গ্যাং চক্রের সদস্যদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখত। যা মোহাম্মদপুরকে একটি সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে। তাকে মোহাম্মদপুর থেকে বদলি করায় আমরা সাধারণ বাসিন্দারা সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমরা আগে বেশ কয়েকবার ওসিকে বদলি করার জন্য মানববন্ধন ও র্যালি করেছি, তখন কর্তৃপক্ষের টনক নড়েনি।
পুলিশের একটি সূত্র জানায়, মোহাম্মদপুরের সাবেক ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে এখন পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টারে ৩৭টি লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় বাসিন্দারা। তার বিরুদ্ধে ১০ লাখ টাকার হেরোইন গায়েবের অভিযোগ নিয়ে ডিএমপি সদর দপ্তরের তদন্ত কমিটি ও তেজগাঁও বিভাগের একটি তদন্ত কমিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহে ডিএমপি সদর দপ্তরে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এমকে/এসএন