গেল বছরেই মা হয়েছেন দীপিকা পাডুকোন, জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যা সন্তানের। আগামী মাসেই এক বছরে পা দেবে রণবীর-দীপিকার মেয়ে। তবে এই দম্পতি এখনো তাদের মেয়ে দুয়া সিং পাড়ুকোনকে সোশ্যাল মিডিয়ার আড়ালে রেখেছেন।
দুয়ার জন্মের পর রণবীর এবং দীপিকা পাপারাৎজিদের তাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তাদের মেয়ের ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য অনুরোধ করেছিলেন।
সেই অনুযায়ী বলিউডের পাপারাৎজিরা দুয়ার ছবি বা ভিডিও সামনে আনেননি।
তবে সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর দ্বারা একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দীপিকার কোলে দেখা মিলেছে এক ফুটফুটে কন্যার। বুঝতে অসুবিধা হয়নি যে, মায়ের কোলে চেপে রয়েছে দুয়া।
খুব সম্ভবত এয়ারপোর্টের ভিতরে দীপিকার কোলে ফ্রেমবন্দি হয়েছে খুদে।
ভিডিওতে দেখা গেছে মেয়ের ভিডিও রেকর্ড হতে দেখে বেশ বিরক্তি প্রকাশ করছেন অভিনেত্রী। মায়ের কোলে আসমানি নীল পোশাকে দুয়া যেন ছোট্ট পরী।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিও দেখে দ্বিধাবিভক্ত।
অনেকে বলেন, এভাবে অনুমতি ছাড়া কারোর সন্তানের ভিডিও রেকর্ড করা বা শেয়ার করা উচিত নয়। অনেকে আবার দুয়ার কিউটনেস দেখেই ফিদা। দীপিকা না রণবীর কার মতো দেখতে হল তাদের কন্যা? বেশিরভাগেরই দাবি, বাবা রণবীরের কার্বনকপি দুয়া।
ভিডিওতে দেখা যায়, দীপিকার মুখে মাস্ক লাগানো ছিল। দীপিকা যখনই দেখেন কেউ তার ভিডিও করছে, তখনই তিনি হাতের ইশারায় ক্যামেরা নিচু করতে বলেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ভাইরাল ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
অনেকেই বলছেন, দীপিকার অনুমতি ছাড়া এই ভিডিও আপলোড করা উচিত হয়নি এবং এই ভিডিওটি ডিলিট করে দেওয়া উচিত।
বলা দরকার, বিতর্কের মুখে পড়ে আলোচিত সেই ভিডিওটি মুছে ফেলেছেন ওই নেটিজেন। এরপর তাকে ধন্যবাদ জানান দীপিকা-রণবীর ভক্তরা। যদিও দুয়ার সেই ভিডিও ততক্ষণে নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে।
পিএ/টিকে