রুমিন ফারহানা ও ইসির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনসিপি নেতার

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও নির্বাচন কমিশনারদের (ইসি) বিরুদ্ধে সংস্থাটিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ।

রোববার (২৪ আগস্ট) ইসির সিনিয়র সচিব বরাবর এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোপত্রে আতাউল্লাহ বলেন,

অত্যন্ত সংক্ষুব্ধ চিত্তে জানাচ্ছি, নির্বাচন কমিশন আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুননির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংযুক্ত করলে এলাকাবাসী সংক্ষুব্ধ হয়। তাদের অনুরোধে এবং তাদের পক্ষে আমি নির্বাচন কমিশনে সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপত্তি দাখিল করি। এরপর থেকেই বিএনপি নেতা রুমিন ফারহানার ক্যাডাররা আমাকে আপত্তি সংক্রান্ত শুনানিতে অংশ না নেয়ার জন্য হুমকি-ধমকি দেয়।

এনসিপির এ নেতা বলেন, ‘আমি ও আমার এলাকার প্রতিনিধিরা আজ নির্ধারিত শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে গেলে আপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাকে শুনানিস্থলে প্রবেশে বাধা দেন। পরবর্তীকালে আমি শুনানি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রবেশ করতে সক্ষম হই। এ অবস্থায় আপনার এবং প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে রুমিন ফারহানার সন্ত্রাসী বাহিনী আমিসহ আমার নির্বাচনী এলাকার নেতৃবৃন্দদের মারধর করেন, যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকলো। স্বৈরাচারী হাসিনার শাসনামলেও নির্বাচন কমিশনে কমিশনারদের সামনে কেউ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এমন নজির নেই। এর মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতাও প্রমাণ হলো এবং একটি জাতীয় নির্বাচনে আপনারা কী ভূমিকা পালন করতে পারবেন তার একটি পরীক্ষা হয়ে গেল।’
আতাউল্লাহ অভিযোগ করে বলেন, ‘ঘটনার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায়, রুমিন ফারহানার সন্ত্রাসী ক্যাডাররা যখন আমিসহ এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলা চালাচ্ছিল, তখন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা নিবৃত্তচিত্তে গালে হাত দিয়ে মঞ্চে বসা ছিলেন।’

তিনি বলেন,

প্রায় দুই হাজার শহীদ ও ৩০ হাজার আহত যোদ্ধার অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, যে বাংলাদেশ হবে ন্যায় ভিত্তিক, বৈষম্যহীন, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে আপনি সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং কমিশনাররা তাদের দায়িত্ব নিয়েছেন। অথচ আজ বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মকাণ্ড এবং আপনাদের অবস্থান হাসিনার শাসনামলকেও হার মানিয়েছে। এটা শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী কালো আইনের ওপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান, রুমিন ফারহানাসহ তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য যথাযথ ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, নির্বাচন কমিশনকে সত্যিকারের জনগণের একটি কমিশন হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আপনারা যদি নিরপেক্ষ থাকতে না পারেন তাহলে প্রয়োজনে পদত্যাগ করে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব পালনের সুযোগ দেবেন।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ Aug 25, 2025
img
ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টা Aug 25, 2025
img
আতাউল্লাহ ভাই অর্থনৈতিক লাভের জন্য এনসিপিতে গেছেন : তারেক Aug 25, 2025
img
যুক্তরাষ্ট্রের দাবি, শান্তি চুক্তির জন্য বড় ছাড় দিয়েছে রাশিয়া Aug 25, 2025
img
ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে : সুয়ারেজ Aug 25, 2025
img
রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার Aug 25, 2025
img
ভারতকে আর ছাড় নয়: পিসিবি সভাপতি Aug 25, 2025
img
সিরি আ-য় ম্যাচ হেরেও মদ্রিচের ভিন্নরকম রেকর্ড Aug 25, 2025
img
ডাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন Aug 25, 2025
img
তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন সিআইডির Aug 25, 2025
img
ক্ষমতায় এলে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমান : টুকু Aug 25, 2025
img
চলে গেলেন বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ Aug 25, 2025
img
উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না : সারজিস Aug 25, 2025
img
শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে Aug 25, 2025
img
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব Aug 25, 2025
img
ইসরায়েলের হামলায় শত শত গাছ ও হাজারের বেশি ভবন ধ্বংস Aug 25, 2025
img
নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উপদেষ্টা Aug 25, 2025
img
সারাদেশে পুলিশের অভিযানে ১৫৮৬ জন গ্রেপ্তার Aug 25, 2025
img
পশ্চিম তীরে হাজার হাজার জলপাইগাছ উপড়ে ফেলল ইসরায়েলি সেনারা Aug 25, 2025
img
কার্যক্রম নিষিদ্ধের পরও গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩ Aug 25, 2025