রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার

মিয়ানমার জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব।

সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের ‘হোটেল বে ওয়াচে’ রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে তিনি এসব কথা বলেন।


প্রফেসর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের জায়গায় নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেবে। আমরা আশা করি, রোহিঙ্গাদের নিজেদের ঘরে ফিরে যাওয়ার একটা সমাধান বের করতে পারবো।

প্রধান উপদেষ্টা বলেন, ২০১৭ সালে এবং তারও আগে থেকে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তার সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব।

মিয়ানমার সরকার এবং আরকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদশে না প্রবেশ করে এ কথা জানিয়ে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে, ন্যায়বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং সমাধান সেখানেই। সকাল ১০টার দিকে কক্সবাজার পৌঁছান তিনি।

এর আগে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে বসবেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উখিয়ার ইনানীতে ‘হোটেল বে ওয়াচে’ রোববার (২৪ আগস্ট) ‘টেক অ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক ৩ দিনের এ সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দেন ৪০টি দেশের প্রতিনিধি। ছিলেন জাতিসংঘসহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন। তিন দিনের এ সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা।

শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। তিন দিনের সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যাপারে জোর দেয়া হবে বলে জানা গেছে।

এছাড়াও সম্মেলন থেকে আসা প্রস্তাব এবং বক্তব্যগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে তুলে ধরবে সরকার।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার Aug 25, 2025
img
বরুণ-জাহ্নভীর নতুন সিনেমা শুটিং সম্পন্ন Aug 25, 2025
img
হিজাব পরা ছবিতেও বাজে মন্তব্য, প্রভার দাঁতভাঙা জবাব Aug 25, 2025
img
যুদ্ধ শেষ হলেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে : ফিনল্যান্ড Aug 25, 2025
দেশ ছাড়ার আট বছর পেরিয়ে গেল, এখনও বন্ধ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ Aug 25, 2025
যুবদল নেতা মাসুদ রানা মামলায় কাজল মোল্লাসহ ৬ জনের যাবজ্জীবন Aug 25, 2025
img
সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক Aug 25, 2025
img
কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে আশাবাদী রাষ্ট্রদূত মুশফিক Aug 25, 2025
img
কালীনি প্রিয়দর্শনকে কেন্দ্র আসছে করে নতুন সুপার ন্যাচারাল মুভি চন্দ্রা Aug 25, 2025
img
ঝুলে থাকা তরুণকে গুলি: ঘটনায় জড়িত ৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Aug 25, 2025
img
বেঁচে থাকার সাংবিধানিক অধিকার চাই, বক্তব্য ভুল হলে ক্ষমা চাইব: ফজলুর Aug 25, 2025
img
রিজওয়ান ও শান মাসুদকে অধিনায়কত্ব থেকে সরানোর খবর ভিত্তিহীন: পিসিবি Aug 25, 2025
দীপাবলিতে ২৫০ কোটি টাকার প্রাসাদে উঠছেন আম্বির-আলিয়া! Aug 25, 2025
img
ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে: রাশেদ খাঁন Aug 25, 2025
img
বিশালের ৩৫তম ছবি ‘মাকুটাম’ আনুষ্ঠানিক ঘোষণা Aug 25, 2025
প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে ৫ প্রতিষ্ঠানের সঙ্গে ডিএনসিসির চুক্তি Aug 25, 2025
img
তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর Aug 25, 2025
img
ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা-পুলিশ মোতায়েন Aug 25, 2025
img
বিদেশ থেকে ২ ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে: ফজলুর রহমান Aug 25, 2025
৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকেও তারেক রহমান আমাদের এক রেখেছেন! Aug 25, 2025