বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদারে উভয় দেশ ইতিবাচক: জাম কামাল খান

বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক জোরদারে উভয় দেশ ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি মনে করেন, পারস্পরিক সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বহুগুণ বাড়ানো সম্ভব।

রোববার (২৪ আগস্ট) বিকেলে ঢাকার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

সভায় জাম কামাল খান বলেন, ব্যবসায়ীদের আগ্রহ কাজে লাগিয়ে পর্যটন, সংস্কৃতি, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও আইসিটি খাতে বাণিজ্য বাড়ানো সম্ভব। চট্টগ্রাম ভ্রমণের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জাহাজ নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা পাকিস্তানের জন্য সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র হতে পারে। এ ছাড়া নির্মাণ সামগ্রী আমদানির ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তান পর্যায়ক্রমে খাতভিত্তিক ব্যবসায়ী ডেলিগেশন বাংলাদেশে পাঠাবে। একইসঙ্গে ত্রিপক্ষীয় বাণিজ্যের দিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করলে আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজার ধরার সুযোগ তৈরি হবে।

এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, বাণিজ্য ঘাটতি থাকলেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তিনি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, এফটিএ গবেষণা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, এমএসএমই, স্টার্টআপ ইকোসিস্টেম, ফিনটেক, টেক্সটাইল, পাট ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, ব্যক্তি ও ব্যবসায়ী পর্যায়ে সম্পর্ক জোরদার করা এখন সময়ের দাবি। এজন্য আমদানি–রপ্তানি বাড়াতে ডেলিগেশন বিনিময় ও ভিসা সহজীকরণ জরুরি।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন, এফবিসিসিআইর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন, নিয়াজ আলী চিশতী, ঢাকা মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধি প্রমুখ। বক্তারা বাংলাদেশ–পাকিস্তান মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ), চা ও পাটপণ্য আমদানির ওপর জোর দেন।

সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, আবুল হোসেন, আবু হোসেন ভুঁইয়া (রানু), এফবিসিসিআই ইন্টারন্যাশনাল উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ এবং ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এটাসে জেইন আজিজসহ অন্যান্যরা।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার Aug 25, 2025
img
ভারতকে আর ছাড় নয়: পিসিবি সভাপতি Aug 25, 2025
img
সিরি আ-য় ম্যাচ হেরেও মদ্রিচের ভিন্নরকম রেকর্ড Aug 25, 2025
img
ডাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন Aug 25, 2025
img
তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন সিআইডির Aug 25, 2025
img
ক্ষমতায় এলে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমান : টুকু Aug 25, 2025
img
চলে গেলেন বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ Aug 25, 2025
img
উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না : সারজিস Aug 25, 2025
img
শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে Aug 25, 2025
img
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব Aug 25, 2025
img
ইসরায়েলের হামলায় শত শত গাছ ও হাজারের বেশি ভবন ধ্বংস Aug 25, 2025
img
নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উপদেষ্টা Aug 25, 2025
img
সারাদেশে পুলিশের অভিযানে ১৫৮৬ জন গ্রেপ্তার Aug 25, 2025
img
পশ্চিম তীরে হাজার হাজার জলপাইগাছ উপড়ে ফেলল ইসরায়েলি সেনারা Aug 25, 2025
img
কার্যক্রম নিষিদ্ধের পরও গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩ Aug 25, 2025
img
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্রেইল ব্যালটের ব্যবস্থা Aug 25, 2025
img
প্রশাসনের কড়া অবস্থানে অনেকে লুণ্ঠিত পাথর ফেরত দিচ্ছেন Aug 25, 2025
img
ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন দোনারুম্মা! Aug 25, 2025
img
মেট্রো রেলের ১৪ স্টেশনে ৩১টি রিটেইল শপ ভাড়া দেবে ডিএমটিসিএল Aug 25, 2025
img
চট্টগ্রামের সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন Aug 25, 2025