ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রদর্শনে গোপনীয়তা কার্যকর

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। তবে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, কেবলমাত্র সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্যই চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে। এর আগে, আজ রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে বিবাদী করে রিট দায়ের করেন।

ডাকসু নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে পর্দানশীন নারী শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীর জন্য কনসার্নের বিষয় উল্লেখ করে অভিযোগ করা হয়। এ ব্যাপারে প্রশাসনের সাড়া না পেয়ে শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টে রিট দায়ের করেন।

রিটকারী শিক্ষার্থীরা হলেন—সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা, তাসনিম ঝুমা ও রেদোয়ান মন্ডল রিফাত। তাদের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ।

এ প্রসঙ্গে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থী ফাতেমা তাসনিম ঝুমা বলেন, আমাদের সম্ভাব্য আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া এর চমৎকার কাজ। জিতে এলে কী কী করবেন তার অপেক্ষায় আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে শিক্ষার্থীদের সব ইনফরমেশনের পাবলিক এক্সেস দিয়ে দিয়েছিল, সেটা শুধু নারী শিক্ষার্থীদের জন্য না বরং সব লিঙ্গ ও সব ধর্মের শিক্ষার্থীদের জন্যই কনসার্নের বিষয়।

তিনি আরও বলেন, পর্দানশীন নারীদের ছবি নিয়ে ইতোমধ্যেই নানান ধরনের হ্যারাসমেন্টের (হয়রানি) ঘটনা ঘটেছে। এই ব্যাপারে প্রশাসনের রেসপন্স না পেয়ে আমরা সুপ্রিম কোর্টে রিট করেছিলাম। তার প্রেক্ষিতেই প্রশাসন আজ এই সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় প্রকাশিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি অপসারণ চেয়ে উপাচার্য বরাবর চিঠি দেন শিক্ষার্থীরা।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ঝুলে থাকা তরুণকে গুলি: ঘটনায় জড়িত ৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Aug 25, 2025
img
বেঁচে থাকার সাংবিধানিক অধিকার চাই, বক্তব্য ভুল হলে ক্ষমা চাইব: ফজলুর Aug 25, 2025
img
রিজওয়ান ও মাসুদকে অধিনায়ক রাখা-না রাখার সিদ্ধান্তে পিসিবির মন্তব্য! Aug 25, 2025
দীপাবলিতে ২৫০ কোটি টাকার প্রাসাদে উঠছেন আম্বির-আলিয়া! Aug 25, 2025
img
ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে: রাশেদ খাঁন Aug 25, 2025
img
বিশালের ৩৫তম ছবি ‘মাকুটাম’ আনুষ্ঠানিক ঘোষণা Aug 25, 2025
প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে ৫ প্রতিষ্ঠানের সঙ্গে ডিএনসিসির চুক্তি Aug 25, 2025
img
তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর Aug 25, 2025
img
ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা-পুলিশ মোতায়েন Aug 25, 2025
img
বিদেশ থেকে ২ ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে: ফজলুর রহমান Aug 25, 2025
৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকেও তারেক রহমান আমাদের এক রেখেছেন! Aug 25, 2025
img
টিসিবিতে দুর্নীতির অভিযোগ তুলনামূলক কম: বাণিজ্য সচিব Aug 25, 2025
img
হলুদ শাড়িতে নজর কাড়লেন কুসুম শিকদার Aug 25, 2025
বেতনে বড় ছাড় দিচ্ছেন সালমান খান! Aug 25, 2025
তামিম একজন ভালো খেলোয়াড়, যদি সে দলে আসে, তাহলে ক্রিকেটের জন্য ভালো হবে; বাবু Aug 25, 2025
'যে ছাত্রদল ডাকসু চায়নি, তারাই এখন শিক্ষার্থীদের ইশতেহার দেয়' Aug 25, 2025
নজরদারির অপব্যবহার রুখতে সরকারের বিশেষ কমিটি Aug 25, 2025
"আদালত প্রাঙ্গণে জজের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল বাদীপক্ষ" Aug 25, 2025
রাস্তা সংস্কারের দাবিতে আব্দুল্লাহপুরে মানববন্ধন Aug 25, 2025
img
দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব : ফজলুর রহমান Aug 25, 2025