বলিউড অভিনেত্রী মৌনী রায়কে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষের জোয়ার থেমে নেই। তার শরীরের অধিকাংশই ‘প্লাস্টিকের তৈরি’ এবং অতিরিক্ত অস্ত্রোপচারের কারণে তিনি কুৎসিত হয়ে গেছেন এমন মন্তব্যের জবাব এবার সরাসরি দিয়েছেন অভিনেত্রী।
মৌনী রায় নিজের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন ধরনের সার্জারি করিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হেয়ারলাইন কারেকশন, ব্রেস্ট ইমপ্ল্যান্ট, লিপ জব। বিশেষ করে লিপ সার্জারি নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। ক্যারিয়ারের শুরুতে তার ঠোঁট ছিল পাতলা ও সরু, যা পরে মোটা ও ফোলা হয়। নেটিজেনরা এই পরিবর্তনকে অতিরিক্ত অস্ত্রোপচারের ফল হিসেবে দেখছেন।
মৌনী রায় পূর্বেও জানিয়েছিলেন যে তিনি নেতিবাচক মন্তব্যের প্রতি পাত্তা দেন না। তবে এবার চুপ থাকলেন না।
তিনি বলেন, “জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক মাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালোবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ।”
তিনি বিভিন্ন সময় জানিয়েছেন যে, তিনি নিজের ভ্রুর সৌন্দর্য বাড়ানোর জন্য ব্রাও লিফট করান। এছাড়া বিদেশে গিয়ে স্তনযুগলের অস্ত্রোপচারও সম্পন্ন করেছেন। এই কারণে তার প্রারম্ভিক ক্যারিয়ারের মৌনীর সঙ্গে বর্তমানে তার চেহারার মিল খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা।
মৌনী রায়ের এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার সাহসিকতাকে সমর্থন জানাচ্ছেন, কেউ আবার বিতর্কে অংশ নিচ্ছেন।
ইউটি/টিএ