ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে সোমবার ভোররাতে ট্রাক্টরে একটি কন্টেনারের ধাক্কায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন এক শিশু ও দুই নারী। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে ঘাটাল গ্রাম সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রায় ৬০-৬১ জন ভক্ত ট্রাক্টরে চেপে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায়। হঠাৎই পিছন থেকে একটি কন্টেনার ট্রাক উচ্চ গতিতে এসে ধাক্কা মারে। ট্রাক্টরটি উল্টে যায়।
আহতদের দ্রুত খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের মতে, বাকি আহতরা আপাতত স্থিতিশীল থাকলেও তিনজনের অবস্থা উদ্বেগজনক। তাদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
ইএ/টিকে