সিনেমার পর্দা থেকে জনতার নায়ক

গত বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর মাদুরাই জেলায় আয়োজিত এক মহাসমাবেশে উপচে পড়ে মানুষের ঢল। লাখো ভক্ত-সমর্থকের উচ্ছ্বাস-ভালোবাসা নিয়ে এদিন মঞ্চে ওঠেন দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সেখানেই দেশের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে ছুড়ে দেন তার রাজনৈতিক হুংকার; মুহূর্তেই গর্জে ওঠে সমাবেশস্থল।

এটি ছিল দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) এর মহাসমাবেশ। দলের প্রতিষ্ঠাতা ও নেতা থালাপতি বিজয় তার অবস্থানও স্পষ্ট করেন; অপশাসনের বিরুদ্ধে দেখান এক অদম্য সাহসিকতা। কারণ এই নায়ক মনে করেন, রাজনীতি সিনেমার মতো সহনশীলতার জায়গা নয়, এটি যুদ্ধক্ষেত্র। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বেছে নিলেন লড়াইয়ের পথ।



এদিন ভাষণে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন। সমাবেশে হাজারো মানুষের সামনে ঘোষণা করেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।’

যদিও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো বিজয়ের এ বক্তব্য প্রায় এড়িয়ে গেছে। তবে দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে তার ভাষণের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কপাল ও হাতে কমলা-হলুদের ওড়না বেঁধে সাহসী নেতার বেশে মানুষের সঙ্গে অভিবাদন বিনিময় করছেন বিজয়; লাখো জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা তখন মুখর।

তবে শুধু ভারতের ভক্তরাই নন, বাংলাদেশের ভক্তরাও বিজয়ের এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, সিনেমায় যেমন তিনি নায়কের চরিত্রে অবতীর্ণ হন, বাস্তব রাজনীতিতেও নিজেকে একইভাবেই উপস্থাপন করছেন। নেটিজেনদের মন্তব্য, ‘সিনেমার নায়ক থেকে তিনি এখন বাস্তবের নায়ক। জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।’

কিন্তু প্রশ্ন হলো, পর্দার নায়ক হঠাৎ রাজনীতিতে এত সক্রিয় হলেন কেন?



আসলে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই রাজনীতিতে নাম লেখান থালাপতি বিজয়। তিনি গড়েন নিজস্ব দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। দল ঘোষণার আট মাস পর ২০২৪ সালের অক্টোবরে প্রথম জনসভায় অংশ নেন তিনি। মাত্র ৯ মাসের ব্যবধানে টিভিকে নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় আলোড়ন; আর ঘোষণা করেন, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে মাদুরাই এর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপতি অর্থাৎ সেনাপতি। একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি জয় করেছেন কোটি দর্শকের মন। মোটা অঙ্কের পারিশ্রমিক ও ঝলমলে ক্যারিয়ারকে পাশে সরিয়ে রেখে নামেন রাজনীতির মাঠে। লক্ষ্য একটাই, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জেতা এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করা। কারণ এই নায়ক মনে করেন, রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি জনসেবা।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

ফজলুর রহমানের ছবিতে গণজুতা, হুঁশিয়ারি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন Aug 25, 2025
img
ফর্মুলা দুধের পরামর্শ না দিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার Aug 25, 2025
ভোলায় একঝাঁক কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা Aug 25, 2025
বিনোদিনী’ আর উর্বী-তিন তারকার রাতের বিতর্ক! Aug 25, 2025
img
বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার Aug 25, 2025
img
মবের শিকার দাবি করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন ফজলুর রহমান Aug 25, 2025
img
মার্কিন রাষ্ট্রদূতকে চার্লস কুশনারকে তলব করল ফ্রান্স Aug 25, 2025
img
সিলেটের লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার Aug 25, 2025
img
প্রথমবারের মতো কমেডি ঘরানায় তাপসী পান্নু Aug 25, 2025
img
রাশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত Aug 25, 2025
img
ক্ষমা চাইলেন উমামা ফাতেমা Aug 25, 2025
img
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১৩৭ জনের চাকরি রাজস্বখাতে স্থায়ীকরণের আদেশ বহাল Aug 25, 2025
img
হত্যাচেষ্টার নতুন মামলায় পলক ও রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার Aug 25, 2025
img
মামলা নিয়ে বিচলিত নন পলক, ট্রায়ালের প্রস্তুতি নিতে নির্দেশ আইনজীবীকে Aug 25, 2025
img
শোকজের জবাব দেবেন ফজলুর রহমান Aug 25, 2025
img
আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ Aug 25, 2025
img
বাগেরহাটের ৪ আসন বহালের দাবিতে ইসির শুনানি Aug 25, 2025
img
ভূমিসেবায় দুর্নীতির ব্যাপারে কোনো আপস নয় : সিনিয়র সচিব Aug 25, 2025
img
‘যেখানে সবচেয়ে ভালো দাম পাবে সেখান থেকেই তেল কিনবে ভারত’ Aug 25, 2025
img
রোহিঙ্গা সমস্যা মায়ানমারের সৃষ্টি এবং সমাধান সেখানেই : ড. ইউনূস Aug 25, 2025