ফজলুর রহমানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : সাইফুল হক

বিএনপি নেতা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দলের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেড় থেকে দুই হাজার তরুণ-শ্রমিক শহীদ হয়েছেন। সেই আত্মদানকে ছোট করা বা হেয় করা কোনোভাবেই দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়। এতে গণঅভ্যুত্থানের ফ্রন্টলাইনে থাকা কর্মী ও সমর্থকরা আহত হয়েছেন।”

জাতীয় ইতিহাসের সংবেদনশীল ইস্যুতে রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয় জানিয়ে সাইফুল হক আরও বলেন, “ব্যক্তিগত অবস্থান থাকতে পারে, তবে মুক্তিযুদ্ধসহ জাতীয় ইতিহাস নিয়ে এমন বক্তব্য দেওয়া ঠিক নয়, যা কাউকে আঘাত করে।”

ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ প্রসঙ্গে তিনি জানান, “আমি অনলাইনে দেখেছি, তার গ্রেপ্তারের দাবিতে মানুষ সমবেত হয়েছেন। তবে দেশে আইন-আদালত রয়েছে। কেউ আহত হলে মামলা করার সুযোগ আছে। মতপ্রকাশের স্বাধীনতার জন্যই তো আন্দোলন হয়েছে। তাই আইনকে পাশ কাটিয়ে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, “মব সন্ত্রাস কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে এ ধরনের ঘটনা ঘটছে। যদি এটা অব্যাহত থাকে তবে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে রূপ নেবে, যা ভবিষ্যতে আরও বিভাজন, বৈরিতা ও সহিংসতা বাড়াবে।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “সহিংসতা চলতে থাকলে ফেব্রুয়ারির নির্বাচনও নতুন করে ঝুঁকির মুখে পড়বে। অভ্যুত্থানের অর্জন বিসর্জনের মুখে পড়বে। তখন ‘আম-ছালা দুটোই চলে যাবে।’”

সংযমের আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, “যারা সহিংসতার পেছনে কাজ করছেন তারা অবিলম্বে থামুন। আইনের আশ্রয় নিন। মতপ্রকাশের বিপরীতে পাল্টা মতপ্রকাশ হতে পারে, কিন্তু সহিংসতার পথে যাওয়া যাবে না। বাংলাদেশকে অনিশ্চিত পরিস্থিতিতে ঠেলে দেওয়ার কোনো পদক্ষেপ দেশের জন্য বিপজ্জনক সংকেত।”

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আগামী ২০ বছরেও আওয়ামী লীগ ফিরে আসার কোনো রাজনৈতিক সম্ভাবনা নেই : রনি Aug 25, 2025
img
টাইগারদের সাবেক কোচের জায়গা নিলেন শেন বন্ড Aug 25, 2025
img
পুনে শহরে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে Aug 25, 2025
মানুষের ভিড়, মোদীর জন্য বড় বার্তা! | থালাপতি বিজয় | মোদী | নির্বাচনী ভিডিয়ো Aug 25, 2025
img
আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন স্বপন Aug 25, 2025
img
গভীর রাতে প্রচারণা চালানোর অভিযোগে ক্ষমা চাইলেন উমামা ফাতেমা Aug 25, 2025
img
ইসির সীমানা পুনর্নির্ধারণ : দ্বিতীয় দিনে ২০ আসনের ৫১৩ আবেদনের শুনানি Aug 25, 2025
img
খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান Aug 25, 2025
img
রোহিঙ্গারা অধিকার নিয়ে মায়ানমারে ফিরতে প্রস্তুত : খলিলুর রহমান Aug 25, 2025
img
হার দিয়েই চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু আফিদাদের Aug 25, 2025
img
রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানালেন আরজে কিবরিয়া Aug 25, 2025
img
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর Aug 25, 2025
প্লেন টিকেট সিন্ডিকেট নিয়ে হার্ডলাইনে সরকার Aug 25, 2025
ভাই–বোনের মতো সম্পর্ক, বন্ধুত্বের বন্ধন Aug 25, 2025
img
অতিদ্রুত জাতীয় নির্বাচন কামনা করছি : মহিউদ্দিন রনি Aug 25, 2025
img
জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন টেলর Aug 25, 2025
img
না ফেরার দেশে ঢালিউডের গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া Aug 25, 2025
মনের অস্থিরতা কমানোর উপায় | ইসলামিক টিপস Aug 25, 2025
ঢাবির শিক্ষার্থীরা কত কষ্ট করে ঘুমায়, খায় সে খবর কেউ কি রাখে? Aug 25, 2025
ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার Aug 25, 2025