সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসরকে সামনে রেখে বড় পরিবর্তন এনেছে গালফ জায়ান্টসের কোচিং প্যানেল। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের জায়গায় এবার দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার শেন বন্ড।
আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস এবং এসএটোয়েন্টিতে পার্ল রয়্যালসের সঙ্গে কোচিং করেই ইতোমধ্যে সমৃদ্ধ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বন্ড। গালফ জায়ান্টসের হয়ে তিনি বোলিং আক্রমণে নতুনত্ব ও আগ্রাসন যোগ করার দায়িত্ব পাচ্ছেন।
তবে শুধু বোলিং কোচেই নয়, হেড কোচসহ পুরো কোচিং স্টাফে পরিবর্তন এনেছে দলটি। অ্যান্ডি ফ্লাওয়ারের বিদায়ের পর নতুন হেড কোচ হয়েছেন আফগানিস্তান জাতীয় দলের বর্তমান কোচ জনাথন ট্রট। এর আগে তিনি এসএটোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত ছিলেন।
নতুন কোচিং স্টাফে আরও আছেন- ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক, ফিল্ডিং কোচ জিম ট্রাউটন ও ফিটনেস কোচ নিক লি (একসময় বাংলাদেশ দলের ফিটনেস কোচ ছিলেন)।
জেমস ভিন্স, মঈন আলি, আয়ান খান, রহমানউল্লাহ গুরবাজদের মতো তারকা ক্রিকেটারদের নিয়ে সাজানো গালফ জায়ান্টস প্রথম আসরে শিরোপা জিতেছিল। দ্বিতীয় আসরে থেমেছিল দ্বিতীয় কোয়ালিফায়ারে, আর গত আসরে টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল তারা।
আগামী ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। সবকিছু ঠিক থাকলে ২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টের চতুর্থ আসর।
এসএস/এসএন